Yogi Adityanath

Yogi Adityanath: অখিলেশকেই নিশানা যোগীর

অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকেই উত্তরপ্রদেশে আসল প্রতিদ্বন্দ্বী মনে করছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ০৬:৩৩
Share:

অখিলেশ যাদব এবং যোগী আদিত্যনাথ। ফাইল চিত্র।

অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকেই উত্তরপ্রদেশে আসল প্রতিদ্বন্দ্বী মনে করছে বিজেপি। কংগ্রেসের প্রিয়ঙ্কা গাঁধী বঢরা উত্তরপ্রদেশে আজ প্রতিশ্রুতি দিয়েছেন— কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করা হবে, বিদ্যুৎ বিলও অর্ধেক করে দেওয়া হবে। কিন্তু বিজেপি মনে করছে, ২০২২-এর গোড়ায় সমাজবাদী পার্টিই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে পারে। আর তাই যোগী আদিত্যনাথ অখিলেশ সরকারের সময় রাজ্যে কোথায় কোথায় সাম্প্রদায়িক হিংসা হয়েছিল, মুলায়ম সিংহ যাদবের আমলে রামজন্মভূমি আন্দোলনকারীদের উপরে গুলি চালানো হয়েছিল, মনে করিয়ে দিতে চাইছেন সেই সব।

Advertisement

২০২২-এ তিনিই ফের গদিতে আসছেন দাবি করে অখিলেশ ‘আ রহা হুঁ’ বলে প্রচার শুরু করেছেন। যোগীর অভিযোগ, মুলায়ম ও অখিলেশের আমলে রাজ্যে সন্ত্রাসবাদীদের উপর থেকে মামলা প্রত্যাহার করা হয়েছে। যোগী প্রশ্ন ছুড়েছেন, যারা রামভক্তদের উপরে গুলি চালিয়েছিল, তাদের কি মানুষ মাফ করে দেবে? এসপি নেতৃত্ব একে যোগীর মেরুকরণের চেষ্টা বলেই মনে করছেন। কিন্তু যোগীর দাবি, “বিজেপি সরকারে থাকলে কেউ সাম্প্রদায়িক হিংসা করার সাহস করবে না। গুণ্ডা-মাফিয়ারা গরিব, কৃষক বা ব্যবসায়ীর সম্পত্তি দখল করবে না। করলে বুলডোজার চলবে।” যোগী এসপি-কে নিশানা করছেন দেখে অখিলেশের কটাক্ষ, “হারের মুখে দাঁড়িয়ে কেউ যার কাছে হারতে চলেছে, তার কথাই মনে পড়ে।”

এই বাক্‌যুদ্ধের মধ্যে আজ প্রিয়ঙ্কা বরাবাঁকী থেকে ঘোষণা করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের পুরো ঋণ মকুব করা হবে। ২০১৭-তেও কংগ্রেস একই প্রতিশ্রুতি দিয়েছিল। পরে সেই প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় আসে। প্রিয়ঙ্কা ঘোষণা করেছেন, বিদ্যুৎ বিল অর্ধেক করে করোনার সময়ের বকেয়া মকুব করে দেওয়া হবে। করোনার ধাক্কা সামলাতে প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। ২০ লক্ষ সরকারি চাকরি হবে। আজ দিল্লিতে কংগ্রেসের নির্বাচন কমিটিতে উত্তরপ্রদেশের ৫০টি আসনের প্রার্থী বাছাই নিয়ে আলোচনা হয়েছে। বরাবাঁকী থেকে কংগ্রেসের প্রচার যাত্রাও আজ শুরু করেন প্রিয়ঙ্কা। তার পরে রাস্তার পাশে খেতে স্থানীয় মহিলাদের সঙ্গে খাওয়াদাওয়া করতে বসে যান। মহিলারা তাঁর মুখে খাবার গুঁজে দিতে শুরু করায় প্রিয়ঙ্কা হাসতে হাসতে বলেন, “দাদা বলেছে, আমি মোটা হয়ে যাচ্ছি। তাই কম খেতে হবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement