—প্রতীকী ছবি।
রাতে খাওয়াদাওয়ার পর ৫ সন্তানকে নিয়ে ঘুমোতে গিয়েছিলেন এক মহিলা। ঘুমন্ত অবস্থাতেই ঝলসে মৃত্যু হল ৬ জনেরই। তবে বরাতজোরে বেঁচে গিয়েছেন মহিলার স্বামী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশীনগরের ঊর্ধ্বাগ্রামে।
পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম সঙ্গীতা। বুধবার রাতে ২ পুত্র অঙ্কিত (১০), বাবু (১) এবং তিন কন্যা লক্ষ্মীনা (৯), রীতা (৩), গীতাকে (২) নিয়ে ঘুমোতে গিয়েছিলেন। খুব গরম ছিল বলে ঘরের বাইরে শুয়েছিলেন সঙ্গীতার স্বামী নবমী। সকলে যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় ঘরে আগুন লেগে যায়। যত ক্ষণে সঙ্গীতা এবং তাঁর স্বামী আগুন লাগার বিষয়টি টের পেয়েছিলেন, তত ক্ষণে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল।
ঘরে আগুন ছড়িয়ে পড়ায় সন্তানদের নিয়ে আটকে পড়েন সঙ্গীতা। নবমী আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। লোকালয় থেকে কিছুটা দূরে বাড়ি হওয়ায়, স্থানীয়দের ডেকে জড়ো করার সুযোগ পাননি তিনি। আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, অসহায়ের মতো চোখের সামনে স্ত্রী-সন্তানদের ঝলসে যেতে দেখেন নবমী।
দূর থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়রাই দমকলে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভানোর চেষ্টা করে। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর পর ঘরের ভিতর থেকে অগ্নিদগ্ধ দেহগুলিকে উদ্ধার করে। তবে কী কারণে আগুন লেগেছে তা স্পষ্ট হয়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে কুশীনগরের জেলাশাসক রমেশ রঞ্জন এবং পুলিশসুপার ধবল জয়সওয়াল পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। জেলাশাসক এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন।