Murder

মা এবং পুত্রের রহস্যমৃত্যু, পটিয়ালাতে ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, ভিতর থেকে বন্ধ ছিল দরজা

পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাঁদের। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অভিযুক্তেরা ছাদ দিয়ে পালিয়েছেন বলে মনে করছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৭:৫১
Share:

ছবি: প্রতিনিধিত্বমূলক।

পটিয়ালাতে ঘরের মধ্যে থেকে উদ্ধার মা এবং ছেলের রক্তাক্ত দেহ। বুধবার উধম সিংহ নগরের একটি বাড়ির ভিতর মিলেছে ৫০ বছরের ওই মহিলা এবং ২৭ বছরের যুবকের দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা খুলতে না পেরে পুলিশকে খবর দেন মহিলার স্বামী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার স্বামী দোতলা থেকে এক তলায় নেমে দেখেন দরজা বন্ধ। ধাক্কাধাক্কির পরেও খোলেনি দরজা। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন স্ত্রী এবং ছেলের দেহ পড়ে রয়েছে। ঘরে কুলার চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, মহিলার নাম যশবীর কৌর। তাঁর ছেলের নাম হরবিন্দ্র সিংহ ওরফে জগ্গু। তাঁদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। প্রতিবেশীরা এই বিষয়ে কিছুই জানেন না। কাউকে ঢুকতে, বার হতেও দেখেননি বলে জানিয়েছেন তাঁরা। পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের প্রাথমিক অনুমান, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে তাঁদের। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অভিযুক্তেরা ছাদ দিয়ে পালিয়েছেন বলে মনে করছে পুলিশ। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করছে। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গলা কেটে খুন করা হয়েছে মা এবং ছেলেকে। তবে ঘর থেকে কিছু চুরি যায়নি। এর থেকে অনুমান, খুন করতেই ঘরে ঢুকেছিলেন অভিযুক্তেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement