কেন্দ্রীয় করের ভাগ হিসেবে সব রাজ্যকে রাজস্ব আয়ের ৪১% ভাগ করে দেওয়া হয়। —প্রতীকী চিত্র।
গত কয়েক বছরের তুলনায় চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার কমার পূর্বাভাস মিলেছে। লোকসভা নির্বাচনের জেরে কেন্দ্রের দিক থেকে পরিকাঠামো তৈরির খরচ বাড়ানো যায়নি। যা গতি আনতে পারত বৃদ্ধিতে। এই অবস্থায় রাজ্য স্তরে পরিকাঠামো তৈরি বা মূলধনী খাতে খরচ বৃদ্ধির জন্য কেন্দ্রীয় করের ভাগ হিসেবে গত মাসের চেয়ে জানুয়ারিতে তাদের প্রায় দ্বিগুণ তহবিল বরাদ্দ করল অর্থ মন্ত্রক।
কেন্দ্রীয় করের ভাগ হিসেবে সব রাজ্যকে রাজস্ব আয়ের ৪১% ভাগ করে দেওয়া হয়। ডিসেম্বরে ৮৯,০৮৬ কোটি টাকা দেওয়া হয়েছে। আজ মন্ত্রক জানিয়েছে, এ মাসে দেওয়া হচ্ছে প্রায় ১.৭৩ লক্ষ কোটি। যাতে তারা আরও বেশি খরচ করতে পারে পরিকাঠামোয়। খরচ করতে পারে উন্নয়ন কর্মসূচি এবং জনকল্যাণমূলক খাতেও। ওই টাকার মধ্যে পশ্চিমবঙ্গ পাচ্ছে প্রায় ১৩,০১৭ কোটি।
রাজ্য প্রশাসনের একটি সূত্রের অবশ্য বক্তব্য, কেন্দ্রের আয় বেড়েছে বলেই তার ভাগ হিসেবে রাজ্যগুলির প্রাপ্য বাড়ছে। অর্থ মন্ত্রক সূত্রের যুক্তি, বাড়তি অর্থ দেওয়ার হলে আগে তা বছরের শেষে দেওয়া হত। এখন আগেই রাজ্যকে টাকা দিচ্ছে তারা। যাতে রাজ্য তা খরচের সময় পায়।