দুই শিশুকে খুনের অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। প্রতীকী ছবি।
যাদের গর্ভে ধরেছিলেন, তাদেরই মেরে ফেললেন! বিষ খাইয়ে নিজের দুই সন্তানকে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঔরঙ্গাবাদের সাদাতনগরের। পারিবারিক অশান্তির জেরে ওই মহিলা সন্তানদের খুন করেছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
সোমবার রাতে দুই শিশুকে খুন করা হয় বলে অভিযোগ। দুই শিশুর রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। দুই শিশুর মধ্যে এক জনের বয়স ৮ এবং অন্য জনের বয়স ৪। সন্তানদের খুনের কথা আত্মীয়দের কাছে ওই মহিলা স্বীকার করেছেন বলে পুলিশ সূত্রে দাবি।
মহিলার আত্মীয়রা পুলিশকে জানিয়েছেন, গত ১৫ দিন ধরে স্বামীর সঙ্গে ওই মহিলার অশান্তি চলছিল। প্রায়শই তাঁদের মধ্যে ঝামেলা বাধত। তার জেরেই এই হত্যা বলে সন্দেহ পুলিশের। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ অসুস্থ অবস্থায় দুই শিশুকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহিলাকে গ্রেফতার করা হয়নি।