শুক্রবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, জেরায় আশা চৌহান নামে ওই মহিলা খুনের কথা স্বীকার করেছেন।
প্রতীকি ছবি
অন্য সম্পর্কে লিপ্ত হয়েছেন সহবাসের সঙ্গী। বেশ কিছু দিন ধরেই তেমনটাই সন্দেহ করছিলেন বান্ধবী। সেই সন্দেহের জেরে সঙ্গীকে খুন করে সাক্ষ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ পুড়িয়ে দিলেন তিনি। রাজকোটের মারুতি নগর থেকে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, জেরায় আশা চৌহান নামে ওই মহিলা খুনের কথা স্বীকার করেছেন।
সঙ্গী রাকেশ আধিয়ারুর সঙ্গে বেশ কিছুদিন ধরেই তিনি মারুতি নগর এলাকায় একটি বাড়িতে থাকাছিলেন।
জেরায় আশা বলেন, রাকেশকে মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত প্রথমে খুন করেন তিনি। পরে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ পুড়িয়ে দেন। স্থানীয় একটি গয়নার দোকানে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন রাকেশ। তিনি বিবাহিত বলেই পুলিশ জানতে পেরেছে। তাঁর দু’টি ছেলেও রয়েছে।
তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে রাকেশের ছোট ছেলেও এই খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।