WhatsApp

Crime: হোয়াটসঅ্যাপে মায়ের অন্তরঙ্গ চ্যাট দেখে ফেলল মেয়ে, জানতে পারল প্রেমিকের কথা, তারপর…

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, অভিযুক্ত কিশোরীর মায়ের সঙ্গে এক ব্যবসায়ীর সম্পর্ক তৈরি হয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১ ১৫:৫৯
Share:

গ্রাফিক: সনৎ সিংহ

মায়ের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে গোপন প্রেমিকের কথা জানতে পেরেছিলেন পুণের বাসিন্দা ২১ বছরের এক যুবতী। তবে গোপন সেই খবর ফাঁস করেননি মায়ের কাছে। উল্টে মায়ের প্রেমিককেই টানা হুমকি দিতে থাকেন তিনি। এক বন্ধুর সঙ্গে পরিকল্পনা করে টাকা আদায়েরও চেষ্টা করেন। শেষে চাপ সহ্য করতে না পেরে পুণে সিটি পুলিশের কাছে অভিযোগ করেন পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতে ওই যুবতীকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

পুলিশ প্রাথমিক তদন্তের পর জানিয়েছে, অভিযুক্ত যুবতীর মায়ের সঙ্গে এক ব্যবসায়ীর সম্পর্ক তৈরি হয়েছিল। তবে সে সম্পর্ক ছিল গোপন। এরই মধ্যে মায়ের হোয়াটসঅ্যাপ হ্যাক করে ফেলেন ওই যুবতী। সেখানে ব্যক্তিগত চ্যাট দেখে ফেলেন তিনি। ওই ব্যবসায়ীর সঙ্গে মায়ের অন্তরঙ্গ সেই কথাবার্তার প্রসঙ্গ তুলেই এর পর থেকে হুমকি দিতে থাকেন যুবতী। ওই ব্যবসায়ীকে বলেন, ১৫ লক্ষ টাকা দিতে। না দিলে গোপন চ্যাট ফাঁস করে দেওয়ারও হুমকি দেন তিনি। পরিস্থিতির চাপে পড়ে ওই ব্যবসায়ী ২.৬ লক্ষ টাকা দিয়েও দেন ওই যুবতীকে। তারপরই পুলিশে অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

এর পরই ফাঁদ পাতে পুলিশ। ব্যবসায়ীর হাত থেকে এক লক্ষ টাকা নেওয়ার সময় পুলিশের হাতে নাতে ধরা পড়ে ওই যুবতী। তবে ষড়যন্ত্রকারী যুবতীর বন্ধুকে এখনও ধরতে পারেনি পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement