Mumbai

পুত্রের মৃত্যু হয়েছে! ভুয়ো নথি দেখিয়ে মা পেলেন দুই কোটি টাকা

২০১৭ সালের ১৪ মার্চ জীবন বিমা সংস্থাকে নন্দাবাই জানিয়েছিলেন যে, পথদুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁর পুত্র। প্রমাণস্বরূপ ভুয়ো নথিপত্রও জমা করেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৯
Share:

টাকার লোভেই পুত্রের মৃত্যুর ঘটনা সাজানোর পরিকল্পনা করেন নন্দাবাই। প্রতীকী ছবি।

দুই কোটি টাকা বিমার টাকা পাওয়ার লোভে পুত্রের ‘মৃত্যু’র ঘটনা সাজালেন মহারাষ্ট্রের এক মহিলা। বিমা সংস্থার কাছে ভুয়ো নথিপত্র জমা দেওয়ায় মহিলা এবং তাঁর পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মহারাষ্ট্রের পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৫০ বছর বয়সি এই মহিলার নাম নন্দাবাই প্রমোদ তাকসালে। গৃহবধূ নন্দাবাই মুম্বইয়ের আহমেদনগরের বাসিন্দা।

Advertisement

শিবাজি পার্ক থানার পুলিশ জানিয়েছে, ২০১৫ সালে নন্দাবাইয়ের পুত্র দীনেশ একটি বিমা কেনেন। বিমার শর্ত অনুযায়ী দীনেশ পথদুর্ঘটনায় মারা গেলে দুই কোটি টাকা পাবেন দীনেশের পরিবার। ওই টাকার লোভেই পুত্রের মৃত্যুর ঘটনা সাজানোর পরিকল্পনা করেন নন্দাবাই। ২০১৭ সালের ১৪ মার্চ জীবন বিমা সংস্থাকে তিনি জানিয়েছিলেন যে, পথদুর্ঘটনায় মারা গিয়েছেন দীনেশ। প্রমাণস্বরূপ ভুয়ো নথিপত্রও জমা করেছিলেন তিনি।

নথিপত্রে ত্রুটি চোখে পড়ায় থানায় অভিযোগ দায়ের করেন বিমা সংস্থার আধিকারিকরা। তাঁদের দাবি, ২০১৬ সালের ২৫ ডিসেম্বর আহমেদনগর জেলার নগর পুণে হাইওয়েতে পথদুর্ঘটনায় মারা গিয়েছেন ২৯ বছর বয়সি দীনেশ, এমনটাই তাঁদের জানিয়েছিলেন নন্দবাই।

Advertisement

পুলিশ সূত্রে খবর, টাকা পাওয়ার জন্য দীনেশের মৃত্যুর নকল শংসাপত্র বানিয়েছিলেন তাঁর মা। এমনকি, অন্যান্য নথিপত্রে টাকাপয়সার হিসাবের গোলমাল রয়েছে বলেও জানায় পুলিশ। তাঁর পুত্র এখনও জীবিত রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement