marriage

স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদে ধানবাদে জিটি অবরোধ মহিলার, উঠলেন পুলিশি আশ্বাসে

নিরসার বাসিন্দা পুষ্পা দেবীর অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী উমেশ যাদব তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ১৭:০৫
Share:

নিরসায় সেই পথ অবরোধ। ছবি: টুইটার থেকে নেওয়া।

স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদে পথ অবরোধ শুরু করলেন স্ত্রী। সঙ্গী স্থানীয় মহিলা সংগঠনের কয়েকজন সদস্যা। শনিবার দুপুরে এই ঘটনার জেরে হুলস্থুল ঝাড়খণ্ডের ধানবাদে।

Advertisement

নিরসার বাসিন্দা পুষ্পা দেবীর অভিযোগ বিয়ের পর থেকেই স্বামী উমেশ যাদব তাঁর উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন। সম্প্রতি আইনি বিচ্ছেদ ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন উমেশ। পুষ্পা প্রতিবাদ জানালেও তাতে কর্ণপাত করেননি তিনি। এমনকি, স্থানীয় নিরসা থানাও এ বিষয়ে অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ পুষ্পার।

এই পরিস্থিতিতে এলাকার একটি মহিলা সংগঠনের সদস্যদের শরণাপন্ন হন পুষ্পা। তাঁদের নিয়েই নিরসার কাছে জিটি রোড অবরোধ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ব্যস্ত সড়কে শুরু হয় যানজট। খবর পেয়ে ছুটে আসে পুলিশও। শেষ পর্যন্ত পুলিশের তরফে আইনি পদক্ষেপের আশ্বাসে অবরোধ ওঠে। নিরাসা থানার ওসি জানিয়েছেন, পুষ্পার অভিযোগের ভিত্তিতে হিন্দু বিবাহ আইনের শর্ত খেলাপের অভিযোগে উমেশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement