দিলীপ ঘোষ। ফাইল চিত্র।
কসবার ভুয়ো করোনা টিকা-কাণ্ডে তৃণমূলের নেতারা জড়িত বলেন অভিযোগ করলেন, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার শিলিগুড়িকে তিনি বলেন, ‘‘এখন পিঠ বাঁচাতেই দেবাঞ্জন দেবকে চিনতে পারছেন না কেউ।’’
টিকা-কাণ্ডে ধৃত দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের অনেক নেতার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল অভিযোগ করে দিলীপ বলেন, ‘‘এমন ঘটনা আরও বড় আকারে চলছে রাজ্য জুড়ে। এখনও তাদের কেউ ধরা পড়েনি। শিলিগুড়িতে পুরনিগম টাকা নিচ্ছে বলে শুনেছি। ৩৫০ টাকা করে ভ্যাকসিন বিক্রি করা হচ্ছে । কলকাতায় টিকা-কাণ্ডে ধৃতকে সরকার নিরাপত্তা দিয়েছে। সকলে চিনতেন। ফটোও আছে। ধরা পড়ে গেলে একটা তদন্ত কনিশন গড়ে দায় সারা হচ্ছে। নেতারা বলছেন, চিনি না। কিন্তু ছবিতে দেখা যাচ্ছে নেতারা ওর (দেবাঞ্জন) থেকেই ফুল নিচ্ছেন। রাজ্য সিবিআই তদন্ত চাইছে না। কারণ তারা জড়িত।’’
অন্যদিকে, আলাদা ‘উত্তরবঙ্গ’ রাজ্যের দাবি নিয়ে দিলীপ বলেন, ‘‘দাবি কেউ করতেই পারে। এখানকার মানুষ বঞ্চিত। তাই আওয়াজ উঠছে। সেই দাবির কথাই জনপ্রতিনিধিরা তুলেছেন। কিন্তু বিজেপি রাজ্য ভাগের পক্ষে নয়। তিনি আরো বলেন, বিজেপি ছোট রাজ্যের পক্ষে। কিন্তু একটা রাজ্য ভেঙে পাঁচটা রাজ্য হয় না। আর সেটাও যদি হয়, এখানকার মানুষ ও কেন্দ্রের সঙ্গে আলোচনা করে তা হবে। এখনও সময় আসেনি। সব কিছুরই সম্ভাবনা আছে। তবে আপাতত বিজেপি এ নিয়ে ভাবে নি।’’
আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি ভোটের পর তৃণমূলে গিয়েছেন। জল্পনা উত্তরবঙ্গের কয়েকজন বিজেপি বিধায়কও তৃণমূলে যোগ দিতে পারেন। এ প্রসঙ্গে শনিবার দিলীপের মন্তব্য, ‘‘আমাদের দলের কোনও বিধায়ক তৃণমূলে যাচ্ছেন না। যা রটনা সব মিথ্যা। যাঁরা যাওয়ার চলে গিয়েছেন। উত্তরবঙ্গে এসে এ বার প্রথমে তিনবিঘা সফরে যাচ্ছি। সেখান থেকে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়িতে এসে দলের সকলের সঙ্গেই আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করব।’’