—প্রতীকী ছবি।
শ্বশুরকে লাঠি দিয়ে মারার অভিযোগ উঠল তরুণীর বিরুদ্ধে। ঘটনাটি শনিবার কর্নাটকের মেঙ্গালুরুর কুলশেকর এলাকায় ঘটে। তরুণীর ননদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অভিযু্ক্তকে। অভিযুক্তের নাম উমা শঙ্করী।
পুলিশ সূত্রে খবর, মেঙ্গালুরুর একটি সরকারি দফতরের কর্মী উমা। তাঁর শ্বশুর পদ্মনাভ সুবর্ণের সঙ্গে থাকেন তিনি। শ্বশুরের বয়স ৮৭ বছর। হাঁটাচলার অসুবিধার জন্য লাঠির ব্যবহার করেন তিনি। পুলিশ সূত্রে খবর, পদ্মনাভের পুত্র কর্মসূত্রে বিদেশে থাকেন।
তরুণীর বিরুদ্ধে অভিযোগ, শ্বশুরকে লাঠি দিয়ে অনবরত মারতে থাকেন তিনি। লাঠির আঘাতে গুরুতর আহত হন পদ্মনাভ। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানায় তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পদ্মনাভের কন্যা। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় উমাকে। আহত অবস্থায় পদ্মনাভকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, সারা শরীরে গুরুতর চোট পেয়েছেন পদ্মনাভ। এমনকি মাথায়ও আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকদের দাবি, ঘটনার সময় কাঠের সোফায় লেগে মাথায় চোট পেয়েছেন পদ্মনাভ। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন তিনি।