Crime

মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে

এক মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২২ ১৫:৫৮
Share:

মহিলাকে খুনের অভিযোগ উঠল তাঁর লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। প্রতীকী ছবি।

মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠল তাঁরই লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কেরলের তিরুঅনন্তপুরমের ভাজহাইলা এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, নিহত মহিলার নাম সিন্ধু (৪৭)। তাঁর ঘাড়, মাথা, হাতে গুরুতর আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর মৃত্যু হয়।

গত ১২ বছর ধরে ওই মহিলার সঙ্গে একত্রবাস করতেন রাজেশ নামে ৪৬ বছর বয়সি এক ব্যক্তি। তাঁদের মধ্যে প্রায়শই ঝামেলা হত বলে অভিযোগ। সম্প্রতি ওই মহিলা অন্যত্র থাকা শুরু করেছিলেন। এর জেরেই ওই ব্যক্তি আরও রেগে যান। ক্রোধের বশেই ওই ব্যক্তি তাঁর সঙ্গীকে খুন করেন বলে অভিযোগ।

Advertisement

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, রোজ সকালে একই বাসে তাঁরা কর্মক্ষেত্রে যান। বৃহস্পতিবার সকালেও একই বাসে উঠেছিলেন ওই যুগল। বাসের মধ্যে তাঁদের কথা কাটাকাটি হয়। একই জায়গায় দু’জনে নামেন। এর পরই রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে ওই মহিলাকে কুপিয়ে খুন করেন বলে অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement