এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
উত্তরপ্রদেশে গণধর্ষণের অভিযোগ উঠল। কাজ দেওয়ার টোপ দিয়ে তরুণীকে অটোয় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক আত্মীয় তাঁর পরিচিত এক যুবকের সঙ্গে তরুণীর পরিচয় করিয়ে দেন। তরুণী কাজ খুঁজছিলেন। কাজের বিষয়টি ওই যুবককে জানান তরুণী। তিনি কাজ খুঁজে দেওয়ার আশ্বাসও দেন। অভিযোগ বুধবার তরুণীকে কাজ দেওয়ার নাম করে অটোয় করে নিয়ে যান অভিযুক্তদের এক জন। মাঝপথে তাঁর সঙ্গীকে অটোয় তুলে নেন।
নির্যাতিতার অভিযোগ, বেশ কিছুটা রাস্তা যাওয়ার পর একটি নির্জন রাস্তার দিকে মোড় নেয় অটো। তখনই তাঁর সন্দেহ হয়। চিৎকার করতে গেলে তাঁর মুখ চেপে ধরা হয়। তার পর অটোতেই তাঁকে গণধর্ষণ করে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেন। নির্যাতিতার দাবি, ঘটনাস্থল থেকে তিনি কোনও রকমে থানায় পৌঁছন। তার পর সেখানে সমস্ত ঘটনা জানিয়ে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।