Crime

কাজের লোভ দেখিয়ে মহিলাকে ঘরে নিয়ে গিয়ে মদ্যপান করিয়ে গণধর্ষণ! গ্রেফতার ৪

অভিযোগ, গণধর্ষণের পর ওই মহিলাকে ঘরে আটকে রাখা হয়। কোনও ভাবে সেখান থেকে পালিয়ে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। গ্রেফতার করা হয়েছে ৪ অভিযুক্তকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১৩:১৯
Share:

মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চার যুবককে। প্রতীকী ছবি।

কাজ দেওয়ার নাম করে এক মহিলাকে বাড়িতে ডেকে জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠল ৪ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পেনামালুরু এলাকায়। মঙ্গলবার পুলিশ সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ৩৫ বছর বয়সি ওই মহিলা দিন মজুরের কাজ করেন। তাঁকে কাজ দেওয়ার কথা বলে বিজয়ওয়াড়া এলাকার সনৎ নগর এলাকায় একটি বাড়িতে নিয়ে যান ৪ যুবক। এর পরই ঘর বন্ধ করে ওই মহিলাকে জোর করে মদ্যপান করানো হয় বলে অভিযোগ। মদ্যপানের জেরে কার্যত বেহুঁশ হয়ে পড়েছিলেন মহিলা। সেই অবস্থায় ওই মহিলাকে ৪ যুবক গণধর্ষণ করেন বলে অভিযোগ।

শারীরিক নির্যাতনের পর শুক্রবার পর্যন্ত ঘরে ওই মহিলাকে বন্দি করে রাখা হয়। তাঁর গায়ে সিগারেটের ছেঁকা দেওয়া হয় বলেও অভিযোগ। এর পর কোনও ভাবে ওই ঘর থেকে পালান মহিলা। তার পরই পুলিশের দ্বারস্থ হন তিনি। বর্তমানে বিজয়ওয়াড়ার হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। মহিলার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Advertisement

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করেছে পেনামালুরু থানার পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement