Bus Accident

চালকের হৃদ্‌রোগ! চলন্ত বাসের চাকায় পিষে গেলেন সাইকেল আরোহী

২০ জন যাত্রী নিয়ে গন্তব্যের দিকে এগোচ্ছিল সরকারি বাস। আচমকা হৃদ্‌রোগে আক্রান্ত হন চালক। স্টিয়ারিংয়ে তাঁর হাত টলে যায়। বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ ১২:২৭
Share:

বাস চালাতে চালাতে হৃদ্‌রোগে আক্রান্ত চালক। প্রতীকী ছবি।

বাস চালাতে চালাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলেন সরকারি বাসের চালক। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস গিয়ে ধাক্কা মারল সাইকেল আরোহীকে। আরও একাধিক গাড়িতে ধাক্কা মেরেছে ওই বাস।

Advertisement

ঘটনাটি তামিলনাড়ুর। পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে বাসটি মাথুর হয়ে তিরুবন্নমালাইয়ের দিকে যাচ্ছিল। বাসে সেই সময় ২০ জন যাত্রী ছিলেন। চলন্ত বাসেই হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন চালক। তাঁর নাম কে পালানি, বয়স ৫৬ বছর। স্টিয়ারিংয়ে তাঁর হাত টলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে এগোতে থাকে বাস। পথেই এক সাইকেল আরোহীকে বাসটি ধাক্কা মারে। আরোহী পিষে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃতের নাম কমলনাথন (৬৫)।

এর পরও থামেনি বাস। রাস্তার ধারে দাঁড়ানো পর পর ৫টি মোটরসাইকেলে ধাক্কা মারে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাথুর থানার পুলিশ। তারা চালককে দ্রুত স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় চালককে। সেখানে আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Advertisement

নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি যখন সাইকেল আরোহীকে পিষে দেয়, যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু যাত্রীরা কেউ আহত হননি। পুলিশ তদন্ত করে জানতে পেরেছে, হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পরেও সজ্ঞানে বেশ কিছু ক্ষণ দুর্ঘটনা এড়ানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন বাসচালক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement