INDIA Alliance

নীতীশ কি জোটের মুখ, কথাই হল না বৈঠকে

আগামী বছরের শেষে বিহারে নির্বাচন। ভোটের প্রস্তুতি শুরু করতে, গতকাল শাহের পরামর্শে শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানান জেডিইউ সাংসদ সঞ্জয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৭:১৩
Share:

নীতীশ কুমার। —ফাইল চিত্র।

বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিলেন বিজেপি তথা এনডিএ নেতৃত্ব। গতকাল জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা-র দিল্লির বাড়িতে এনডিএ-র বিভিন্ন দলের নেতারা নৈশভোজে মিলিত হন। ছিলেন অমিত শাহ। সূত্রের মতে, বৈঠকে বিহারের নির্বাচন নিয়ে আলোচনা হলেও, নীতীশ কুমার জোটের মুখ হবেন কি না, তা নিয়ে আলোচনা এড়িয়ে যান জোট নেতৃত্ব।

Advertisement

আগামী বছরের শেষে বিহারে নির্বাচন। ভোটের প্রস্তুতি শুরু করতে, গতকাল শাহের পরামর্শে শরিক দলের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানান জেডিইউ সাংসদ সঞ্জয়। বৈঠকে জেডিইউ-এর সব সাংসদ, গিরিরাজ সিংহ ছাড়াও এলজেপি-র চিরাগ পাসোয়ান, হাম দলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতনরাম মাঝিঁর মতো শরিক নেতারা ছিলেন।

গত প্রায় কুড়ি বছর ধরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া রয়েছে রাজ্যে। তা কাটানোর উপায় খুঁজতে কথা হয় বৈঠকে। সূত্রের মতে, ভোটের আগে বিহারে বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্প ঘোষণা করার দাবি তোলেন বিহারের সাংসদেরা। অন্য দিকে, শাহ বাড়ি-বাড়ি ঘুরে প্রচারে জোর দিয়েছেন।

Advertisement

জেডিইউ নেতৃত্ব নীতীশের নেতৃত্বে নির্বাচনে যাওয়ার পক্ষপাতী হলেও, এ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে নারাজ বিজেপি। সূত্রের মতে, তারা মুখ্যমন্ত্রিত্বের দাবি ছাড়তে নারাজ। প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রিত্বের মতো বিতর্কিত বিষয়টি সকলে এড়িয়ে যান। পরিবর্তে মহারাষ্ট্রের ধাঁচে শরিকদের মধ্যে সুষ্ঠু সমন্বয় রেখে ভোট লড়তে বলেন শাহ। সূত্রের মতে, বিহারে জেডিইউ-এর পক্ষে থাকা মুসলিম ভোটের কথা মাথায় রেখে ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’-এর মতো বিতর্কিত স্লোগান এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement