শশী তারুরের মন্তব্য। ফাইল চিত্র।
চার দিনের সফরে কেরল গিয়েছেন কংগ্রেস নেতা তথা লোকসভার সাংসদ শশী তারুর। সেই সফরে তাঁর বিরুদ্ধে দলের একাংশ নানা অভিযোগ তুলেছে। বুধবার সেই সব অভিযোগ উড়িয়ে দিয়ে শশী জানালেন, দলবিরোধী কোনও কাজই তিনি করেননি। এর আগে কেরলের বিরোধী দলনেতা ভিডি সতীশন অভিযোগ তুলেছিলেন, শশী দলের মধ্যেই দলাদলি করছেন। সেই অভিযোগ খণ্ডন করে শশী জানিয়েছেন, সতীশন আসলে ‘ফোলানো বেলুন’। তাঁর কথাকে তিনি যে গুরুত্ব দিচ্ছেন না, সে বার্তাও দিয়েছেন শশী।
গত মাসেই কংগ্রেস সভাপতি নির্বাচনে শশী দাঁড়িয়েছিলেন। তাতে হেরেও যান। সম্প্রতি তিনি কেরল সফরে এসেছেন। সেখানে কর্মসূচিতে অংশও নেন। এর পরেই সতীশন তাঁর বিরুদ্ধে দলাদলির অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, দলের মধ্যে কোনও রকমের দলাদলি বরদাস্ত করা হবে না। তাঁর সতর্কতা, এমন কোনও অভিযোগ পেলে দল অত্যন্ত কঠোর ভাবে বিষয়টি দেখবে।
এর পরেই মুখ খোলেন শশী। তিনি বলেন, “পড়ুয়াদের সঙ্গে কথা বলা, ধর্মীয় নেতা এবং লেখকদের সঙ্গে দেখা করা কী ভাবে দলাদলি হয়! আমি কোনও বিখ্যাত দলে যোগ দিইনি। আমার গা ভাসানোর কোনও পরিকল্পনা নেই। আমি দলাদলির বিরুদ্ধে।” তিনি আরও বলেন, ‘‘কংগ্রেসে আমার সঙ্গে কারও কোনও মতপার্থক্য নেই। আমার ১৪ বছরের রাজনৈতিক জীবনে কখনও কারও বিরুদ্ধে কথা বলিনি।’’