বাস থেকে যাত্রীদের উদ্ধার করার কাজ চলছে। ছবি: সংগৃহীত।
পঞ্জাবের ভাতিন্ডায় সেতু থেকে পিছলে নদীতে আছড়ে পড়ল যাত্রীবোঝাই বাস। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে আট জনের। আহত আরও অনেকে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার যাত্রিবাহী একটি বাস তালবন্দি সাবো থেকে ভাতিন্ডা যাচ্ছিল। বাসে ২০ জন যাত্রী ছিলেন। মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। ভাতিন্ডার কাছে একটি সেতু পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি নদীতে আছড়ে পড়ে। বাসের ভিতরে যাত্রীরা বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন। নদীতে বাস পড়ে যাওয়ার খবর পেয়েই স্থানীয়েরা উদ্ধার করতে ছুটে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর থেকেই ভারী বৃষ্টি হচ্ছে ভাতিন্ডায়। যে নদীতে বাসটি পড়েছে, সেটি খুব একটা বড় নয়। গভীরতাও খুব বেশি না। কিন্তু বাসটি গোত্তা খেয়ে নদীতে আছড়ে পড়ায় সেই অভিঘাতেই কয়েক জনের মৃত্যু হয়েছে। বাসে জল ভরে গিয়েছিল। যাত্রীরা প্রাণপণ জানলা দিয়ে বার হওয়ার চেষ্টা করছিলেন। কয়েক জন বেরিয়েও আসেন। স্থানীয়েরা বাকিদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কয়েক জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, আট যাত্রীর মৃত্যু হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বাসের গতি বেশি ছিল। বৃষ্টি হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান। বাসের চাকা পিছলে যেতেই নদীতে পড়ে। তবে স্থানীয়েরা দ্রুত উদ্ধারকাজে নামায় অনেককে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। না হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়ত বলেই মনে করা হচ্ছে।