Aaditya Thackeray

নজরে মুম্বই পুরভোট? বিহারে গিয়ে তেজস্বী ও নীতীশের সঙ্গে বৈঠকে শিবসেনা নেতা আদিত্য

আগামী ফেব্রুয়ারি মাসে শিবসেনার দখলে থাকা ‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে’ ভোট হওয়ার কথা। দেশের বৃহত্তম এই পুরসভার ভোটারদের মধ্যে হিন্দিভাষীদের সংখ্যা কয়েক লক্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২১:৪৪
Share:

ছবি: পিটিআই।

প্রথম জনের দল ভেঙে সাড়ে ৪ মাস আগে বিজেপি মহারাষ্ট্রে ক্ষমতা দখল করেছে। দ্বিতীয় জন মাস আগে বিজেপির জোটের ভাঙনের সুযোগে বিহারের উপমুখ্যমন্ত্রী হয়েছেন। লোকসভা ভোটে জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা দিতে বুধবার বৈঠক করলেন নতুন প্রজন্মের দুই নেতা। প্রথম জন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য। দ্বিতীয় জন আরজেডি প্রতিষ্ঠাতা লালুপ্রসাদের ছেলে তেজস্বী যাদব।

Advertisement

এক দিনের বিহার সফরে এসে বুধবার পটনায় তেজস্বীর সঙ্গে দেখা করেন আদিত্য। বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমারও হাজির ছিলেন সেখানে। তিন নেতার মধ্যে প্রায় আধ ঘণ্টা নিভৃতে আলোচনা হয়। বৈঠকের পর আদিত্য বলেন, ‘‘নীতীশজি এবং তেজস্বী বিহারে ভাল কাজ করছেন। আমরা যদি নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বয় গড়ে তুলতে পারি তবে তা দেশের পক্ষেও ভাল হবে।’’

আদিত্যের এই বিহারের সফরের নেপথ্যে ‘ভোটের অঙ্ক’ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাঁদের মতে, আগামী ফেব্রুয়ারি মাসে শিবসেনার দখলে থাকা ‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনে’ ভোট হওয়ার কথা। দেশের বৃহত্তম এই পুরসভার ভোটারদের মধ্যে হিন্দিভাষীদের সংখ্যা কয়েক লক্ষ। তাঁদের বড় অংশই বিহারি এবং বিজেপির সমর্থক বলে পরিচিত। তেজস্বী-নীতীশের সমর্থনে শিবসেনা এ বার পদ্ম-শিবিরের সেই ভোটব্যাঙ্কে ‘থাবা বসাতে’ চাইছে মনে করছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement