SBI Recruitment 2024

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় প্রবেশনারি অফিসার নিয়োগ, শূন্যপদ ৬০০টি

নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫
Share:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। সংগৃহীত ছবি।

একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বিভিন্ন অঞ্চলের জন্য নিয়োগ করা হবে কর্মীদের। এর জন্য আগ্রহীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন। যা শুক্রবার থেকেই শুরু করা হয়েছে।

Advertisement

ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার (পিও) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৬০০। সংশ্লিষ্ট পদে তিন বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে প্রথম দু’বছর তাঁদের ‘প্রবেশন’-এ রাখা হবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনের বয়ঃসীমা ধার্য করা হয়েছে ২১ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। যাঁদের ইন্টিগ্রেটেড ডুয়াল ডিগ্রি রয়েছে, তাঁরাও এই পদে আবেদন জানাতে পারবেন।

Advertisement

প্রবেশনারি অফিসার পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রতি পর্যায়ে উত্তীর্ণরাই পরবর্তী পর্যায়ের পরীক্ষা দিতে পারবেন। কলকাতা-সহ বিভিন্ন শহরে পরীক্ষার আয়োজন করা হবে।

আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে আবেদনমূল্যে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তরা। এর পর সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোড করতে হবে। আগামী ১৬ জানুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement