train

পাঁচ গুণ বাড়ল প্লাটফর্ম টিকিটের দাম, দেশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ভিড় কমাতে উদ্যোগ রেলের

নবরাত্রির সময় চেন্নাইয়ের ৮টি স্টেশনেও প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছিল সাদার্ন রেলওয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২২ ২২:১০
Share:

বাড়তে চলেছে প্লাটফর্ম টিকিটের দাম। —ফাইল চিত্র।

সারা দেশে উৎসবের মরসুম। ভিড় বেড়েছে ট্রেনেও। আঁচ পড়েছে স্টেশনে। সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পশ্চিমের পাঁচ স্টেশনের প্লাটফর্ম টিকিটের দাম বাড়াল ওয়েস্টার্ন রেলওয়ে। একটু আধটু নয়, পাঁচ গুণ বাড়ানো হল টিকিটের দাম।

Advertisement

ওয়েস্টার্ন রেলের এক আধিকারিক জানিয়েছেন, এখন প্লাটফর্ম টিকিটের দাম ১০ টাকা। তা বাড়িয়ে ৫০ টাকা করা হল। মহারাষ্ট্রের মুম্বই সেন্ট্রাল, দাদর, বোরিভলি, ভালসাদ, গুজরাতের উধনা এবং সুরত— এই পাঁচ স্টেশনে বাড়ানো হয়েছে দাম। ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত দামেই টিকিট কাটতে হবে যাত্রীদের। রেলের তরফে জানানো হয়েছে, দীপাবলির সময় এ সব স্টেশনে ভিড় বেড়েছে। এর ফলে বিপাকে নিত্যযাত্রীরা। তা যাতে একটু কমানো যায়, সে কারণেই এই পদক্ষেপ।

একই কারণে নবরাত্রির সময় চেন্নাইয়ের ৮টি স্টেশনেও প্লাটফর্ম টিকিটের দাম বাড়ানো হয়েছিল। ১০ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করেছিল সাদার্ন রেলওয়ে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত থাকবে ওই দাম।

Advertisement

দীপাবলি, ছটপুজো উপলক্ষে গোটা দেশে ট্রেন চলাচলও বাড়ানো হয়েছে। ২,৫৬১টি বিশেষ ট্রেন চলবে এই উৎসবের দিনে। ছট পুজোর সময় প্রতিদিন চলবে এই ট্রেনগুলি। দ্বারভাঙা, সহর্ষ, ভাগলপুরের সঙ্গে বাকি দেশের সংযোগ রক্ষা করবে এগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement