ছবি: পিটিআই।
পারদ সামান্য চড়লেও আগামী ৪ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে শৈত্যপ্রবাহ চলবে বলে জানাল কেন্দ্রীয় আবহাওয়া দফতর। উত্তরপ্রদেশে আজ কানপুর নেমে যায় শূন্য ডিগ্রির নীচে। রাজ্যের বাহরাইচে ১০০ বছরের রেকর্ড ভেঙে পারদ নেমে যায় ০.২ ডিগ্রিতে। প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্জাব, হরিয়ানা। নারনৌলে তাপমাত্রা ছিল ২.৩ ডিগ্রি সেলসিয়াস। হিসারে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আম্বালা, রোহতক, সিরসা, কারনলেও তাপমাত্রা ছিল ৩-৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
গত কাল রাত থেকে ঠান্ডা কিছুটা কমায় স্বস্তি ফিরেছে কাশ্মীরে। তবে কাল ফের তুষারপাত হতে পারে বলে আহহাওয়া দফতর জানিয়েছে। সোমবার রাতে শ্রীনগর ছিল হিমাঙ্কের ৩.২ ডিগ্রি সেলসিয়াস নীচে, গুলমার্গ হিমাঙ্কের ৭.২ ডিগ্রি সেলসিয়াস নীচে।