Vizag LG Polymar Gas Leak

গ্যাস-কাণ্ডে রাস্তায় দেহ রেখে বিক্ষোভ

বিক্ষোভকারীদের দাবি, জনবহুল এলাকায় দক্ষিণ কোরিয়ার এলজি কেমিক্যালসের ভারতীয় শাখা এলজি পলিমার্সের এই কারখানা অবিলম্বে বন্ধ করতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

বিশাখাপত্তনম শেষ আপডেট: ১০ মে ২০২০ ০৩:০৪
Share:

এলজি পলিমার্স কারখানার বাইরে মৃতদেহ রেখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ। পিটিআই

কারখানার ভেতরে তখন পুলিশের ডিজি গৌতম সাওয়ঙ, সঙ্গে অন্ধ্রের বিশেষ মুখ্যসচিব কারিকাল ভালাভেন। মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করলেন স্থানীয় এক দল মানুষ।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, জনবহুল এলাকায় দক্ষিণ কোরিয়ার এলজি কেমিক্যালসের ভারতীয় শাখা এলজি পলিমার্সের এই কারখানা অবিলম্বে বন্ধ করতে হবে। বুধবার গভীর রাতে এই কারখানা থেকে লিক হওয়া স্টাইরিন গ্যাসে ১১ জন প্রাণ হারিয়েছেন। অসুস্থ হয়ে পড়েন হাজারো মানুষ।

বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতাল থেকে ছাড়া পাওয়া দু’জনের দেহ অ্যাম্বুল্যান্স থেকে নামিয়ে শুইয়ে দেওয়া হয় কারখানার ফটকের মুখে। পুলিশ ও অন্ধ্রের শাসক দল ওয়াইএসআর কংগ্রেসের স্থানীয় কর্মীরা বিক্ষোভকারীদের বোঝাতে এলে হাতাহাতি শুরু হয়। তার মধ্যেই কয়েক জন বিক্ষোভকারী হাসপাতালের উঁচু পাঁচিল টপকে ভেতরে ঢুকে পুলিশ-প্রধানের কাছে পৌঁছে যান। ডিজি তাঁদের সঙ্গে কথা বলতে চাইলে বিক্ষোভকারীরা তাঁর পা ধরে ঘটনার বিচার প্রার্থনা করেন। এঁদের মধ্যে গ্যাসে মারা যাওয়া নয় বছরের এক শিশুর মা-ও ছিলেন।

Advertisement

শেষ পর্যন্ত পুলিশের বাহিনী গিয়ে প্রাচীর তৈরি করে প্রশাসনের কর্তাদের বার করে নিয়ে যায়। কয়েক জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়। দেহগুলিকে অ্যাম্বুল্যান্সে তুলে এর পরে শেষকৃত্যের জন্য পাঠানো হয়।

দেশের সর্বোচ্চ পরিবেশ আদালত শুক্রবারই গ্যাস লিকের ঘটনাকে ‘সুরক্ষার চরম গাফিলতি’ অভিহিত করে কারখানা কর্তৃপক্ষকে ৫০ কোটি টাকা জরিমানা করেছে। এলজি পলিমার্স কর্তৃপক্ষ শনিবার একটি বিবৃতিতে গ্যাস লিকের ঘটনায় এত মানুষের মৃত্যু ও অসুস্থতার জন্য দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, ভবিষ্যতে সুরক্ষার বিষয়টিকে তাঁরা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর জন্য একটি টাস্ক ফোর্স তৈরি করা হচ্ছে। কারখানার প্রতিনিধিরা দুর্গতদের পরিবারের সঙ্গে শীঘ্রই যোগাযোগ করবেন।

আরও পড়ুন: সিম আপডেটের নামে প্রতারণার ফাঁদ, ‘সোয়াপিং’ করে শুরু অ্যাকাউন্ট ফাঁক!

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement