Gyanvapi Masjid

Gyanvapi Mosque: স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি বন্ধ বারাণসীর আদালতে

শীর্ষ আদালতে মামলার শুনানি চলাকালীন বারাণসীর দায়রা আদালতে সমান্তরাল শুনানির উপর স্থগিতাদেশ চেয়েছিল জ্ঞানবাপী মসজিদ কমিটি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১২:৫৭
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বারাণসী দায়রা আদালতে জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানির উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিংহের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। অন্য দিকে, বারাণসী আদালত-নিযুক্ত পর্যবেক্ষক দল বৃহস্পতিবার মুখ-বন্ধ খামে জ্ঞানবাপী মসজিদের অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফি সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট দায়রা বিচারক রবিকুমার দিবাকরের কাছে জমা দিয়েছে।

শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে শুক্রবার বিকেল ৩টেয় জ্ঞানবাপী মসজিদ মামলার শুনানি হবে। তাই শুক্রবার পর্যন্ত বারাণসী আদালতে শুনানি মুলতুবি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, জ্ঞানবাপীর অন্দরে সমীক্ষা এবং ভিডিয়োগ্রাফির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন, ‘অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি’-র আইনজীবী হুফেজা আহমদি। সেই আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।

Advertisement

বারাণসী আদালত ঘোষিত ‘মা শৃঙ্গার গৌরী’ (ওজুখানা, তহ্‌খানা-সহ মসজিদের একাংশ) এলাকা সিল করার নির্দেশের উপর মসজিদ কমিটি এবং সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের তরফে স্থগিতাদেশ চাওয়া হলেও সেই আবেদনে সায় দেয়নি দুই বিচারপতির বেঞ্চ।

জ্ঞানবাপীতে পুজোর অধিকার চেয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ হিন্দু মহিলা। তাঁদের আইনজীবী হরিশঙ্কর জৈন বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার হরিশঙ্করের বাবা তথা সুপ্রিম কোর্টে হিন্দুপক্ষের আইনজীবী বিষ্ণুশঙ্কর সে কথা জানান। এর পরেই শুনানিতে সাময়িক স্থগিতাদেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement