ক্লাসরুমেই নাচছেন শিক্ষিকা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ক্লাসরুমে বাজছে স্বপ্না চৌধরির জনপ্রিয় গান ‘তেরি আখোঁ কা ইয়ে কাজল’। সেই গানের তালে মনের আনন্দে নাচছেন শিক্ষিকা। সেই নাচে তাঁকে উৎসাহিত করছেন উপস্থিত অন্যান্য শিক্ষিকা। কেউ কেউ তাঁর পোশাকের ভিতর টাকা গুঁজছেন, তো কেউ তাঁর দিকে ছুড়ছেন টাকা। এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যার জেরে ওই শিক্ষিকা-সহ মোট ছয় জনকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার নারখি ব্লকের কুতুকপুর ছানুরা গ্রামের গৌরীশঙ্কর ডিগ্রি কলেজে। ওই কলেজে প্রায় ১৫০ জন প্রাইমারি স্কুল শিক্ষিকা এসেছিলেন প্রশিক্ষণ কর্মসূচিতে। সেখানেই মধ্যাহ্নভোজনের পর নাচের আসর বসান ওই শিক্ষিকারা।
ঘটনাটি সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন। ফিরোজাবাদের বেসিক এডুকেশন অফিসার অরবিন্দ পাঠক জানিয়েছেন, ওই শিক্ষিকা-সহ ছ’জনকে সাসপেন্ড করা হয়েছে। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল যুবকের
আরও পড়ুন: পাঁচিল থেকে পরীক্ষার্থীদের টুকলি সরবরাহ, ভিডিয়ো ভাইরাল