Viral Video

ক্যাঙারুর মতো লাফিয়ে রাস্তা পার হচ্ছে দুই পা হারানো কুকুর, অনুপ্রেরণা খুঁজলেন নেটাগরিকরা

দুই পায়ের সেই সারমেয়র চেষ্টা থেকে অনুপ্রেরণা নিচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা   

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৬
Share:

দু’পায়ে রাস্তা পার হচ্ছে কুকুরটি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ক্যাঙারুর মতো লাফিয়ে লাফিয়ে রাস্তা পার হচ্ছে কুকুর। তবে শখ করে নয়। তার সামনের দু’টি পা নেই। রয়েছে শুধু পিছনের দু’টো। সেই দু’পা নিয়েই চলার চেষ্টা করছে সারমেয়টি। দুই পায়ের সেই সারমেয়র চেষ্টা থেকে অনুপ্রেরণা নিচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা নিজের টুইটার হ্যান্ডল থেকে বুধবার শেয়ার করেছেন সেই ভিডিয়ো। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন ১৫ হাজার ইউজার। সেটি আপলোড করে তিনি লিখেছেন, ‘‘আকাঙ্খা সব কিছু বদলে দিতে পারে না। কিন্তু সংকল্প পাল্টাতে পারে সবকিছুকে।’’

১৩ সেকেন্ডের সেই ভিডিয়োতে দুই পায়ের কুকুরটিকে রাস্তা পার হতে দেখা যাচ্ছে। দুই পায়ে ভর দিয়েই রাস্তা পার করার চেষ্টা করল সে। কিন্তু পড়ে গেল। তার পর উঠে দাঁড়িয়ে দুই পায়ে ভর দিয়েই ক্যাঙারুর মতো লাফাতে লাফাতে পার হল রাস্তা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: সিএএ বিরোধী মঞ্চে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান, গ্রেফতার তরুণী

আরও পড়ুন: এই চোরের ‘সততা’ দেখলে চোর-সমাজ সম্পর্কে ধারণাটাই বদলে যাবে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement