নেচে সতর্ক বার্তা পঞ্জাব পুলিশের

Advertisement

সংবাদ সংস্থা     

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২০ ১৯:৩৯
Share:

পঞ্জাব পুলিশের নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে হাত ধোওয়ার বার্তা দিয়েছিল হায়দ্রাবাদ পুলিশ। কেরল পুলিশের কর্মীরা নাচ করে দেখিয়েছিলেন, কেমন ভাবে পরিষ্কার করতে হবে হাত। এবার ভাংড়া নেচে সেই বার্তা দিল পঞ্জাব পুলিশ।

Advertisement

ডিজিপি পঞ্জাব পুলিশের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়ো আপলোড করে লেখা হয়েছে, "দয়া করে সবাই এই নির্দেশ পালন করুন। বার বার হাত ধুয়ে নিন। আর এই ভিডিয়ো সবার মধ্যে ছড়িয়ে দিয়ে সচেতনতা তৈরি করুন।"

সেই ভিডিয়োতে পঞ্জাব পুলিশের তিন অফিসারকে ভাংড়া নাচতে দেখা যাচ্ছে। 'বারি বরষি' নামে এক পঞ্জাবী গানের সুরে সেই নাচ নাচছেন তারা। সেই নাচ দেখে পুলিশের প্রশংসায় মেতেছেন নেটাগরিকরা। দেখুন সেই নাচ—

Advertisement

আরও পড়ুন: দেশে পাঁচশো ছাড়াল আক্রান্তের সংখ্যা, বিশ্বে মৃত ১৬ হাজার

আরও পড়ুন: করোনা: ৯০ হাজার অনাবাসী ফিরেছেন এ মাসে, আতঙ্ক পঞ্জাবে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement