নিয়ন্ত্রণরেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা জঙ্গিদের। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা সেক্টরের নিয়ন্ত্রণরেখা। ঘাসে ঢাকা পাহাড়ি এলাকা। সেখান দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে চার-পাঁচ জন। তারা সকলেই জঙ্গি। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে নাশকতা চালানো যে তাদের উদ্দেশ্য সে আর বলার অপেক্ষা রাখে না। তাদের দেখেই সীমান্তের এ পার থেকে গুলি চালানো শুরু করে ভারতীয় সেনার জওয়ানরা। সেই গুলির সামনে দিশেহারা হয়ে পিছু হটতে শুরু করে জঙ্গিরা। ব্যর্থ হয় ভারতের মাটিতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা।
এই ঘটনা ঘটেছে গত ৩০ জুলাই। অর্থাৎ কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের কয়েকদিন আগেই ঘটেছে এই ঘটনা। আর সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ করা হয়েছে সেনার তরফে। তার পরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে শুরু করেছে এই ভিডিয়ো।
কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পরই নিয়ন্ত্রণরেখা বরাবর প্রচুর জঙ্গি জড়ো হয়েছে বলে সেনাকে সতর্ক করেছিল গোয়েন্দারা। পাকিস্তান এই জঙ্গিদের ভারতে প্রবেশ করিয়ে কাশ্মীরের পরিস্থিতি আরও অশান্ত করে তুলতে চেয়েছিল। কিন্তু সেনাদের সজাগ প্রহরা আটকে দেয় জঙ্গিদের সেই অনুপ্রবেশ।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার মুম্বইয়ের ব্যক্তি!
আরও পড়ুন: চলন্ত বাসের সামনে স্কুটি নিয়ে দাঁড়িয়ে পড়লেন মহিলা! তার পর...