meghalaya

Meghalaya: জলপ্রপাত না কি মেঘ! ভয়ঙ্কর সুন্দর দৃশ্য ধরা পড়ল মেঘালয়ে

ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার উপর গাড়ি নিয়ে বেশ কিছু পর্যটক দাঁড়িয়ে। তাঁদের কয়েক হাত দূরেই সেতুর উপর মেঘের মতো কিছু উড়ে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুন ২০২২ ১৭:২৯
Share:

অপরূপ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা। ছবি সৌজন্য টুইটার।

উত্তর-পূর্ব ভারতে গত এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। বন্যায় ভাসছে অসম। অন্য দিকে, মেঘালয়েও রেকর্ড মাত্রায় বৃষ্টি হয়েছে গত কয়েক দিনে। সম্প্রতি মেঘালয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার উপর গাড়ি নিয়ে বেশ কিছু পর্যটক দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের কয়েক হাত দূরেই সেতুর উপর মেঘের মতো কিছু উড়ে যাচ্ছে। পুরো সাদা হয়ে যাওয়ায় ও পাশের কিছু দেখা যাচ্ছিল না।

প্রথম দেখাতেই অনেকে মেঘ ভেবে ভুল করেছিলেন। কারণ মেঘের রাজ্যে এমন দৃশ্য স্বাভাবিক। তবে ভুল ভাঙে একটু পরেই। ওগুলি মেঘ নয়, কিনরেম জলপ্রপাতের জল। এক দিকে মুষলধারে বৃষ্টি, অন্য দিকে ঝোড়ো হাওয়া চলতে থাকায় সেই জলপ্রপাতের জল মেঘের মতো উড়ে যাচ্ছিল। ভয়ঙ্কর সুন্দর এই দৃশ্য কাছ থেকে ভরপুর উপভোগ করেন উপস্থিত পর্যটকেরা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement