স্কুটারে ধাক্কা মেরে পালাচ্ছে এসইউভি গাড়িটি। ছবি: এক্স (সাবেক টুইটার)।
প্রচণ্ড গতিতে এসে দু’চাকার গাড়িতে ধাক্কা চার চাকার! দুর্ঘটনাগ্রস্ত স্কুটারকে টেনেহিঁচড়ে প্রায় এক কিলোমিটার পর্যন্ত নিয়ে গেল এসইউভি গাড়ি। বুধবার রাতে ওড়িশার ভুবনেশ্বরে দুর্ঘটনাটি ঘটে। সেই ঘটনায় স্কুটারচালক গুরুতর জখম হয়েছেন। ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে ভুবনেশ্বরের পটিয়া থেকে নন্দনকাননের দিকে যাওয়ার রাস্তায় ওই স্কুটারটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে এসইউভি গাড়িটি। মাটিতে লুটিয়ে পড়েন চালক। স্কুটারে ধাক্কা মারার আগে এসইউভি গাড়িটি অন্য এক জনকেও ধাক্কা মারে। আহত দু’জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রচণ্ড গতিতে ছুটে চলেছে এসইউভি গাড়িটি। গাড়ির তলায় আটকে স্কুটার। সেই স্কুটার রাস্তায় ঘষা খেয়ে আগুনের ফুলকি ছুটছে। পথচারী এবং স্থানীয়রা গাড়িটি থামানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
পুলিশ সূত্রে খবর, এসইউভি গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের। পটিয়ার ইনফোসিটি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে জানিয়েছেন, গাড়ির চালককে চিহ্নিত করা হয়েছে। চালকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।