ফুটবল খেলছে হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
ইন্ডিয়ান সুপার লিগ শুরুর সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে ফুটবলের আবহ। এই আবহেই কর্নাটকে খোলা মাঠে ফুটবল খেলতে দেখা গেল এক পাল হাতিকে। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ওই হাতিগুলি মাইসুরুর দশেরা উৎসবে অংশগ্রহণ করেছিল। উৎসবের পর্ব সেরে তাঁদের ফিরিয়ে আনা হয় কর্নাটকের কোদাগু জেলার দুবারে হাতি ক্যাম্পে। সেখানে এসেই সম্প্রতি ওই হাতির দল মেতেছিল ফুটবল খেলায়।
ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাহুত নির্দেশ দেওয়ার পর পেনাল্টি মারার ভঙ্গিতে ফুটবলে লাথি মারল একটি হাতি। সেই বল উল্টোদিকে দাঁড়িয়ে থাকা হাতির দিকে যেতেই সেও মারল লাথি।
হাতির এই ক্যাম্পে ঘুরতে আসেন পর্যটকরা। তাঁরা এসে হাতিদের স্নান করা-সহ বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডের সাক্ষী থাকেন। এ দিন এসে হাতিদের ফুটবল খেলতে দেখে তাই পর্যটকরাও আনন্দে ভেসেছিলেন বলে উঠে এসেছে এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
আরও পড়ন: মাকে স্কুটারে বসিয়ে ৪৮ হাজার কিমি পথ পাড়ি দেওয়া কৃষ্ণকে গাড়ি উপহার দিতে চান আনন্দ মহীন্দ্রা
আরও পড়ুন: লাইভ: মহারাষ্ট্রে গেরুয়া হাওয়া, হরিয়ানায় জোর টক্কর কংগ্রেসের