Viral Video

নিজেদের দেহ দিয়ে ব্রিজ বানিয়ে খাবারের সন্ধানে যাচ্ছে পিঁপড়ের দল

এই ভিডিয়ো আর কালোত্তীর্ণ ওই প্রবাদবাক্য নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৬
Share:

নিজেদের দেহ দিয়ে ব্রিজ তৈরি করে যাচ্ছে পিঁপড়ের দল। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

একতাই বল— এই প্রবাদ শুধু মানুষের জন্য নয়। নিজেদের কাজের মাধ্যমে সত্যি প্রমাণ করল পিঁপড়েদের একটি দল। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিয়ো দেখিয়ে দিল একতার বলের মাধ্যমে কী ভাবে প্রতিবন্ধকতাকে জয় করছে ছোট্ট ছোট্ট পিঁপড়েরা।

Advertisement

তেলঙ্গানার ইনস্পেকটর জেনারেল অফ পুলিশ (উইমেনস সেফটি) স্বাতী লাকরা গত ১২ সেপ্টেম্বর নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন একটি ভিডিয়ো। ১৪ সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৪৪ হাজার ইউজার।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক দল পিঁপড়েকে। রেলিং ধরে যাচ্ছে সেই পিঁপড়ের দল। রেলিংয়ের প্রান্ত থেকে পরের রেলিংয়ের মধ্যে রয়েছে ফাঁক। কিন্তু খাবার আনতে যেতেই হবে সেই রেলিংয়ে। তখন দুই রেলিংয়ের মধ্যবর্তী ফাঁকে নিজেদের শরীর দিয়েই ব্রিজ বানিয়ে ফেলল এক দল পিঁপড়ে। আর তাদের শরীরের উপর দিয়ে হেঁটে গিয়ে রেলিং পেরোতে শুরু করল বাকি পিঁপড়েরা। এই ভিডিয়ো আর কালোত্তীর্ণ ওই প্রবাদবাক্য নিয়েই আলোচনায় মেতেছেন নেটিজেনরা। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: মদ-গাঁজা-চরস নয়, এই ব্যক্তির নেশা শুধু কাচ খাওয়া!

আরও পড়ুন: প্রথমবারেই সফল ‘অ্যারেস্টেড ল্যান্ডিং’ করল লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement