লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে সিংহ। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনাভাইরাস থেকে বাঁচতে হলে বাড়িতেই থাকতে হবে। না হলে রাস্তায় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে। বার বার নানা ভাবে এই বার্তা দিচ্ছেন প্রশাসন থেকে বিজ্ঞানীরা। এবার সেই বার্তা একটু অন্য ভাবে দিলেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের এক কর্মী।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী সুশান্ত নন্দা একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে একটি সিংহ। বাড়ির ভিতর থেকে কোনও মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। পরে সেটি সুশান্ত তাঁর টুইটার হ্যান্ডলে পোস্ট করেন। ভিডিয়োটি গুজরাতের গিরের।
ভিডিয়োটি পোস্ট করে সুশান্ত লিখেছেন, ‘‘এটা করোনাভাইরাস নয় যা আপনাকে রাস্তায় খুঁজে বেড়াচ্ছে, এটা তার থেকেও বড় কিছু। তাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’’ ভিডিয়োটি তাঁকে জনৈক কেভাল পটেল পাঠিয়েছেন বলে উল্লেখ করেছেন সুশান্ত।
কিছুদিন আগে একটি ভুয়ো খবর ছড়িয়েছিল। যেখানে দাবি করা হয়, করোনার থেকে মানুষকে বাঁচাতে রাশিয়ার রাস্তায় সিংহ ছেড়ে দিয়েছিলেন সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু পরে জানা যায়, সেটি ২০১৬ সালে একটি সিনেমার শুটিংয়ের দৃশ্য। সুশান্তের এই পোস্ট সেই ঘটনাকেই মনে করিয়ে দিচ্ছে।
আরও পড়ুন: করোনাকে হারিয়ে বাড়ি ফিরছেন যুবক, ভিডিয়ো শেয়ার করলেন মন্ত্রী
আরও পড়ুন: ঐক্যের বার্তা দিতে গিয়ে নিজের মুখে আগুন যুবকের!
এক টুইটার ইউজার আবার সুশান্তের কাছে জানতে চেয়েছেন, সিংহগুলি কি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে? সুশান্ত জানিয়েছেন এই এলাকার সিংহ প্রায়ই এমন লোকালয়ে ঢোকে। এটা স্বাভাবিক একটা ঘটনা এই এলাকায়।
দেখুন সেই ভিডিয়ো: