Uttar Pradesh

Viral: ছেলের প্রাক্তন স্ত্রীকে বিয়ে করলেন বাবা, সৎমাকে নিজের কাছে ফেরাতে দরবার যুবকের

গল্প নয়, উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলার ২২ বছরের এক যুবকের সঙ্গে এমনটাই ঘটেছে।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ০৫ জুলাই ২০২১ ০৯:১৬
Share:

প্রতীকী ছবি।

এমনটা যে হবে, তা বোধহয় দুঃস্বপ্নেও ভাবেননি উত্তরপ্রদেশের এক যুবক। ভেবেছিলেন, বাবার হদিশ খুঁজে বার করবেন। বাবার নতুন ঠিকানাও খুঁজে পেলেন। তবে বাবার সঙ্গে খুঁজে পেলেন নিজের প্রাক্তন স্ত্রীকেও। যদিও তাঁর প্রাক্তন এখন বাবার বর্তমান স্ত্রী। অর্থাৎ সম্পর্কে তাঁর সৎমা! তাঁদের একটি ২ বছরের বাচ্চাও রয়েছে। অর্থাৎ সম্পর্কে সেই বাচ্চাটি ওই যুবকের ভাই!

Advertisement

গল্প নয়, উত্তরপ্রদেশের বদায়ূঁ জেলার ২২ বছরের এক যুবকের সঙ্গে এমনটাই ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। বদায়ূঁতে নিজের পরিবারকে ছেড়ে সম্ভল জেলায় আলাদা থাকতে শুরু করেছিলেন ওই যুবকের বাবা। পেশায় সাফাইকর্মী ৪৮ বছরের ওই ব্যক্তি সংসারে টাকাপয়সা পাঠানোও বন্ধ করে দেন। এর পর তাঁর ঠিকানা জানতে তথ্যের অধিকার আইনে (আরটিআই) মামলা রুজু করেন যুবক। তাতেই জানতে পারেন তাঁর ‘নতুন মা’য়ের কথা। ২০১৬ সালে তাঁর সঙ্গেই বিয়ে হয়েছিল যুবকের। সে সময় দু’জনেই অপ্রাপ্তবয়স্ক। সে বিয়েও টিকেছিল মাস ছয়েক। স্বামীকে মদ্যপ বলে দাবি করে বিবাহবিচ্ছেদ করেন মেয়েটি। তার পর শত চেষ্টাতেও ফিরে আসেননি। প্রাক্তন স্ত্রীর সম্পর্কে জানতে পেরে পুলিশে অভিযোগ করেছেন ওই যুবক। তাঁর অভিযোগের পর দু’পক্ষকে আলোচনায় ডাকে বিসৌলি থানার পুলিশ।

তবে বরফ যে গলবে, সে আশা কম। সৎমায়ের দাবি, দ্বিতীয় পক্ষের সঙ্গে সুখে ঘরকন্না করছেন তিনি। প্রাক্তনের কাছে ফিরতে চান না। বিসৌলি থানার এক আধিকারিক বলেছেন, ‘‘যুবকের প্রথম বিয়ের সময় দু’পক্ষই নাবালক ছিল। তা ছাড়া, সে বিয়ের কোনও নথিও নেই। তাই এ মামলা রুজু করা সম্ভব হয়নি। তবে ফের আলোচনার জন্য আরও একটা নোটিস দেওয়া হবে দু’পক্ষকেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement