Kerala

হেলমেট না পরায় সাইকেল আরোহী স্কুল ছাত্রকে জরিমানা?

স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল এক ছাত্র। সেই সময় রাস্তায় তার পথ আটকান এক পুলিশ কর্মী।

Advertisement

সংবাদ সংস্থা

তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২১
Share:

সাইকেল আরোহী ছাত্রকে ধরেছে পুলিশ। অলঙ্করণে তিয়াসা দাস।

স্কুল থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল এক ছাত্র। সেই সময় রাস্তায় তার পথ আটকান এক পুলিশ কর্মী। রাস্তার ধারে তাকে দাঁড় করিয়ে রাখেন তিনি। ঘটনাটি সোমবার ঘটেছে কেরলের ধর্মপুরি জেলার আরিয়ুরে। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

Advertisement

সেই ভিডিয়োয় লেখা হয়, হেলমেট না পরার জন্য সাইকেল আরোহীকে দু’হাজার টাকা জরিমানা করছেন পুলিশ কর্মী। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই ক্ষোভের স়ঞ্চার হয় নেটিজেনদের মধ্যে। কিন্তু ওই জেলার এসপিপি রাজন বিষয়টি অস্বীকার করেছেন।

বিষয়টি নিয়ে এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘রাস্তার দিয়ে যাওয়ার সময় ছাত্রটির হাত সাইকেলের উপর ছিল না। তাই ওই পুলিশ কর্মী ছাত্রটির পথ আটকায়। তার পর তার বাবা-মাকে ডেকে আনতে বলে। কিন্তু হেলমেট না পরার জন্য কোনও জরিমানা ওই ছাত্রটিকে করা হয়নি।’’

Advertisement

আরও পড়ুন: সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন মুকেশ অম্বানী! হ্যাঁ, সত্যিই তাই...

আরও পড়ুন: ভ্যান রিকশা নিয়ে মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকা বাচ্চাকে অপহরণের চেষ্টা! ভিডিয়ো ভাইরাল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement