সানি দেওল। ফাইল চিত্র।
অভিনেতা-সাংসদ সানি দেওল কুয়েত থেকে এক ভারতীয় মহিলাকে উদ্ধার করলেন। ওই মহিলাকে কুয়েতে ক্রীতদাস হিসেবে এক পাকিস্তানির হাতে বিক্রি করে দেওয়া হয়। বছর পঁয়তাল্লিশের ওই মহিলা শুক্রবার ভারতে ফিরেছেন।
বীণা বেদি নামে এক ভারতীয় মহিলাকে ৩০ হাজার টাকার চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কুয়েতে নিয়ে যায় এক দালাল। কিন্তু সেখানে চাকরি পাওয়া তো দূরের কথা, তাঁকে এক পাকিস্তানির কাছে বিক্রি করে দেওয়া হয়। ওই পাকিস্তানি বীণাকে ক্রীতদাস করে রাখেন।
বীণাসংবাদমাধ্যম থেকে জানতে পারেন পঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সাংসদসানি দেওল।তারপরেই তত্পর হয়ে ওঠেন সানি।দিল্লিতে বিদেশ মন্ত্রকের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এবং তাঁকে উদ্ধার করে আনা পর্যন্ত ব্যক্তিগত ভাবে তদারকি করেন।
আরও পড়ুন : ইউএফও ঘেরা ভুতুড়ে শহর, কেউ থাকে না এখানে!
আরও পড়ুন : মাত্র ৯ টাকা হাতিয়ে ১৫ লক্ষ টাকা জরিমানার মুখে বাস কন্ডাক্টর!
সানিকে এই কাজে দু’টি স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্য করে। তাদের মধ্যে একটি কুয়েতের। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গুরুদাসপুরের লিগাল সার্ভিস অথরিটি।
সানির বাবা ধর্মেন্দ্র বিষয়টি নিয়ে টুইট করেছেন। ছেলেকে পরামর্শ দেন, দায়িত্ব নিয়ে নিজের কাজ করে যেতে।
বিজেপি নেতা বিপিন মহাজনও সানি দেওয়লের কাজের প্রশংসা করে বলেন, গুরুদাসপুর জেলার জন্য তিনি ঠিক দিশাতেই কাজ করে চলেছেন।