— প্রতিনিধিত্বমূলক চিত্র।
অ্যাপের মাধ্যমে অর্ডার করা হয়েছিল চিলি পনির। খাবারে কামড় বসানোর পর বোঝা যায়, চিলি পনিরের বদলে চিলি চিকেন দেওয়া হয়েছে। এর পরেই ‘অস্বস্তি’-তে পড়ে নিরামিষাশী ওই পরিবার। থানায় অভিযোগ করে। তাঁদের অভিযোগের ভিত্তিতে ফুড অ্যাপ ডেলিভারি বয় এবং ওই খাবারের দোকানের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। লখনউয়ের ঘটনা।
অভিযোগকারীর নাম রাকেশকুমার শাস্ত্রী। তাঁর দাবি, স্থানীয় বালাজি মন্দিরের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। থানায় অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ৯ অক্টোবর আলমবাগের এক রেস্তরাঁ থেকে চিলি পনির অর্ডার করেছিলেন রাকেশ। এফআইআরে তিনি বলেন, ‘‘লখনউয়ের আলমবাগের একটি চাইনিজ় রেস্তোরাঁ থেকে ড্রাই চিলি পনির অর্ডার করেছিলাম। চিলি পনিরের পরিবর্তে ওই রেস্তরাঁ এবং ডেলিভারি বয় ইমরান আমায় আমিষ পদ পাঠিয়েছে, যা আমি এবং আমার পরিবার বুঝতে পারি খাওয়ার পর।’’
রাকেশের অভিযোগ, আমিষ খাবার খেয়ে তাঁর ধর্মীয় আবেগে ধাক্কা লেগেছে। পরিবারের সদস্যদের শরীরও খারাপ হয়েছে। তিনি রেস্তরাঁর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন। সমাজমাধ্যমে বিষয়টি জানিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তার জেরে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। লখনউয়ের আশিয়ানা থানার আধিকারিক ছত্রপাল কুমার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি মেনে এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।