Gyanvapi Masjid-Kashi Vishwanath Temple

জ্ঞানবাপী মসজিদ থেকে পাওয়া ‘হিন্দুত্বের নমুনা’ জমা দিতে আদালতের নির্দেশ এএসআই-কে

গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বেস জ্ঞানবাপী চত্বরে ‘বৈজ্ঞানিক সমীক্ষার’ নির্দেশ দিয়েছিলেন এএসআই-কে। ইলাহাবাদ হাই কোর্টও সেই নির্দেশ বহাল রাখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১২
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ‘বৈজ্ঞানিক সমীক্ষা’র কাজে যুক্ত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর বিশেষজ্ঞদলের কাছে ‘হিন্দুত্বের নমুনা’ চাইল বারাণসী জেলা আদালত। সেগুলি মামলার প্রয়োজনে বারাণসী জেলা আদালতের বিচারক বা আদালত নিযুক্ত কোনও সরকারি আধিকারিকের তত্ত্বাবধানের সংরক্ষিত রাখা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

আদালতের নির্দেশে বলা হয়েছে, জ্ঞানবাপী মসজিদ চত্বরে সমীক্ষায় পাওয়া হিন্দুধর্ম এবং উপাসনা পদ্ধতির সঙ্গে সম্পর্কিত পুরাতাত্ত্বিক নমুনাগুলি হস্তান্তর করতে হবে ভারপ্রাপ্ত এএসআই টিমকে। আদালতের অনুমোদন পাওয়ার পর বারাণসীর জ্ঞানবাপী মসজিদে গত ৪ অগস্ট থেকে বৈজ্ঞানিক সমীক্ষা চালাচ্ছে এএসআই। আদালতকে তারা বেশ কিছু পুরাতাত্ত্বিক নমুনা পাওয়ার কথাও জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই বারাণসী জেলা আদালতের বিচারক অজয়কুমার বিশ্বেস জ্ঞানবাপী চত্বরে ‘বৈজ্ঞানিক সমীক্ষার’ নির্দেশ দিয়েছিলেন এএসআই-কে। তবে বিতর্কিত ওজুখানায় পাওয়া তথাকথিত ‘শিবলিঙ্গ’ এবং সন্নিহিত ‘সিল’ করা এলাকায় এখনই কোনও সমীক্ষা হবে না বলে বারাণসী জেলা আদালত জানায়। এর পর ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’-র তরফে ওই নির্দেশকে ইলাহাবাদ হাই কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। প্রথমে স্থগিতাদেশ দিলেও গত ৪ অগস্ট ইলাহাবাদ হাই কোর্ট সমীক্ষায় ছাড়পত্র দেয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement