Vande Bharat

রেললাইনের উপর রাখা বিশাল আকারের পাথর, ওড়িশায় অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা বন্দে ভারতের

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নওপাড়ায়। স্লিপার এবং রেললাইন বরাবর ওই বড় মাপের পাথরটি রাখা ছিল বলে রেল সূত্রে খবর। লেভেল ক্রসিং গেট থেকে ১০০ মিটার দূরে ওই পাথরটি পড়ে ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:২১
Share:

(বাঁ দিকে) বন্দে ভারত। (ডান দিকে) রেললাইনের উপর পড়ে থাকা সেই পাথর (ডান দিকে)। ছবি: প্রতিনিধিত্বমূলক এবং সংগৃহীত।

আবারও ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা! এ বার বন্দে ভারত। রেললাইনের উপর বিশাল আকারের একটি পাথর রেখে দেওয়া হয়েছিল। কিন্তু বন্দে ভারতের চালক দূর থেকে দেখতে পেয়েই ট্রেনটিকে থামান। তার পর স্টেশন ম্যানেজারকে খবর দেন। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় ওড়িয়ার নওপাড়ায়। ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বন্দে ভারত।

Advertisement

রবিবার রাতে ঘটনাটি ঘটেছে নওপাড়ায়। স্লিপার এবং রেললাইন বরাবর ওই বড় মাপের পাথরটি রাখা ছিল বলে রেল সূত্রে খবর। লেভেল ক্রসিং গেট থেকে ১০০ মিটার দূরে ওই পাথরটি পড়ে ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে রেলের শীর্ষকর্তারা আসেন। রেল সুরক্ষা বাহিনী এবং রেলপুলিশও ঘটনাস্থলে এসে খতিয়ে দেখে। বেশ কিছু ক্ষণ পর ট্রেনটিকে রওনা করানো হয়।

গত কয়েক মাস ধরে একের পর এক ঘটনা ঘটেছে। কখনও রেললাইনের উপর গ্যাস সিলিন্ডার ফেলে, কখনও বাইক রেখে, কখনও গাছের গুঁড়ি, কখনও বার ডিটোনোটের রেখে লাইনচ্যুত করানোর চেষ্টা হয়েছে দেশের নান প্রান্তে। এ বার বন্দে ভারতকে নিশানা বানানোর চেষ্টা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। তবে সময় মতো চালক ওই পাথরটিকে দেখে ফেলায় বড় দুর্ঘটনায় থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা, এমনই দাবি তদন্তকারীদের। তবে এই ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অজ্ঞাতপরিচয়দের নামে একটি মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement