সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অবশ্য এই ‘টিকা পর্যটন’ নিয়ে বেজায় খাপ্পা নেটাগরিকরা।
করোনা টিকা, সঙ্গে নিউ ইয়র্ক ঘুরে দেখা, এমনই প্যাকেজ ঘোষণা করা এক পর্যটন সংস্থার হোযাটসঅ্যাপ মেসেজ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা প্রথমে অনেকেই বুঝতে পারেননি। পরে পুরো মেসেজ পড়তে বোঝা গেল, একটি সংস্থা দাবি করেছে ১,৭৪,৯৯৯ টাকার বিনিময়ে আগামী ডিসেম্বর মাসে মুম্বই থেকে নিউইয়র্কের একটি বিশেষ ট্যুর আয়োজন করেছেন তাঁরা। তিন রাত, চার দিনের সেই ট্যুরে যেমন থাকা, ঘোরা হবে, তেমনই দেওয়া হবে একটি করে করোনা টিকার ডোজ। মেসেজে উল্লেখ করা হয়েছে, ‘আমেরিকায় সম্ভাব্য করোনা টিকা বাজারে আসার তারিখ ১১ ডিসেম্বর’। তার পরেই এই ‘টিকা পর্যটন’-এ নিয়ে যাবে সংস্থা।
ফাইজার, মডার্নার করোনা টিকার ৯০ শতাংশ সাফল্য, অন্য দিকে অক্সফোর্ডের করোনা টিকার ৭০ শতাংশ সাফল্য অতিমারি শেষের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু করোনা ভাইরাসের এই লম্বা ইনিংসের দাপটে এখনও ধুঁকছে পর্যটন শিল্প। করোনা টিকার মধ্যেই তাই শিল্প বাঁচানোর রসদ খুঁজেছেন এই পর্যটন সংস্থার কর্তৃপক্ষ।
আরও পডুন: রাস্তার ধারে বস্তা থেকে উদ্ধার সদ্যোজাত কন্যা সন্তান, যোগী রাজ্যে ভয়ানক ঘটনা
আরও পড়ুন: অনলাইন গ্রসারি ব্যবসায় পা রাখছে টাটা, বিগবাস্কেট অধিগ্রহণের পরিকল্পনা
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অবশ্য এই ‘টিকা পর্যটন’ নিয়ে বেজায় খাপ্পা নেটাগরিকরা। তাঁরা এক কথায় একে ‘অসংবেদনশীল’ বলে আখ্যা দিয়েছেন। প্রাণদায়ী টিকার লোভ দেখিয়ে এ ভাবে আর্থিক মুনাফা করার পদ্ধতি একেবারেই মনে ধরেনি অনেকের। যেখানে সরকার থেকে আন্তর্জাতিক সংগঠন— সকলেই চাইছে আর্থিক বিষয়কে দূরে সরিয়ে সারা পৃথিবীর কাছে করোনা টিকা পৌঁছে দিতে, সেখানে টিকা নিয়ে ব্যবসা করার এই পরিকল্পনা মোটেই সুস্থ মানসিকতার লক্ষণ নয় বলে মনে করছেন তাঁরা।