—প্রতীকী ছবি।
শিক্ষা দফতরের কাজের পর্যালোচনা করতে ভিডিয়ো বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকেই এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে জামা না পরে আসার অভিযোগ উঠল। ঘটনাটি উত্তরপ্রদেশের। সে রাজ্যের শিক্ষা দফতরের ডিরেক্টর জেনারেল বিজয় কিরণ আনন্দ ওই বৈঠক ডেকেছিলেন। সেই বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার সরকারি আধিকারিকেরা। অভিযোগ, একটি জেলার এক সরকারি আধিকারিক জামা না পরে, স্রেফ গেঞ্জি পরেই বৈঠকে বসে পড়েন। এর ফলে ওই বৈঠকে উপস্থিত অনেককেই অস্বস্তির মুখে পড়তে হয় বলে সংশ্লিষ্ট দফতর সূত্রে খবর।
উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় শিক্ষা দফতর পরিকাঠামোগত উন্নয়নের জন্য যে কাজগুলি করছে, সেগুলির অগ্রগতি সম্পর্কে আলোচনা করতে বৈঠকের আয়োজন করা হয়েছিল। হঠাৎই বৈঠকে অভিযুক্ত সরকারি আধিকারিক গেঞ্জি পরে চলে আসেন। তবে তিনি কোন জেলার সরকারি আধিকারিক, তা স্পষ্ট ভাবে জানানো হয়নি।
উত্তরপ্রদেশের শিক্ষা দফতর সূত্রে খবর, ওই আধিকারিক বৈঠকের নিয়মভঙ্গ করেছেন। তাঁর কাজে অন্যদের মর্যাদাহানি হয়েছে। সে কারণেই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এই বিষয়ে তদন্তও শুরু করেছে সংশ্লিষ্ট দফতর।