Recruitment Scam

ফাইল দেখতেন মণীশ, সই করেন পার্থ? শিক্ষাসচিবকে নিয়োগকাণ্ডে আবার তলব সিবিআইয়ের

সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিগত কয়েক মাসের তদন্তে শিক্ষাসচিব মণীশ জৈনের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেগুলির ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ১০:৩৫
Share:

পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে আবার তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার তাঁকে কলকাতার সিবিআই দফতর, নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এর আগেও এক বার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল রাজ্যের এই আমলাকে। সিবিআই সূত্রে খবর, বিগত কয়েক মাসের তদন্তে মণীশের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেগুলির ভিত্তিতেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।

Advertisement

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহু বার প্রকাশ্যেই দাবি করেছেন যে, তিনি শিক্ষা দফতরের মন্ত্রী ছিলেন মাত্র। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে তিনি কোনও সিদ্ধান্ত নিতেন না। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তদন্তকারীদের জানিয়েছেন, তৎকালীন শিক্ষাসচিব তাঁর কাছে নিয়োগ সংক্রান্ত যে ফাইল পাঠাতেন, তাতে তিনি সই করে দিতেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, পার্থের বক্তব্য অনুযায়ী, মণীশ যদি নিয়োগ সংক্রান্ত ফাইল তৎকালীন শিক্ষামন্ত্রীকে পাঠিয়ে থাকেন, তবে কাদের নির্দেশে তিনি তা করতেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। তদন্তকারীদের একাংশ মনে করছেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রশাসনিক মহলের শীর্ষ স্তরের কেউ কেউ যুক্ত থাকতে পারেন। তাঁদের নির্দেশেই নিয়োগ সংক্রান্ত ফাইল সই করার জন্য পার্থের কাছে পাঠানো হত কি না, তা খতিয়ে দেখতে চাইছে সিবিআই। সে কারণেই আরও এক বার রাজ্যের শিক্ষা দফতরের সচিব মণীশকে ডেকে পাঠানো হল বলে মনে করা হচ্ছে। গত জানুয়ারি মাসে তদন্তকারীরা রাজ্যের শিক্ষা দফতরের সদর কার্যালয় বিকাশ ভবনে হঠাৎই হানা দিয়েছিলেন। ওই দিন বিকাশ ভবনের ছ’তলায় রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ঘরে যান সিবিআই আধিকারিকেরা। সেখানে তাঁকে কিছু ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে সংগ্রহ করা হয় কিছু প্রয়োজনীয় নথিও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement