উত্তরপ্রদেশে গ্রেফতার সেই দোকান মালিক। — ছবি টুইটার থেকে।
হিন্দু দেবদেবীর ছবি ছাপা কাগজে মুড়ে মুরগির মাংস বিক্রি করছিলেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। উত্তরপ্রদেশের সম্ভলের ঘটনা।
পিটিআই সূত্রের খবর, রবিবার পুলিশের কাছে কয়েক জন অভিযোগ করে বলেন, তালিব হোসেন নামে এক ব্যক্তি হিন্দু দেবদেবীর ছবি ছাপা কাগজে মুড়ে মুরগির মাংস বিক্রি করছেন। এতে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
এফআইআর থেকে জানা গিয়েছে, পুলিশকর্মীরা যখন দোকানে গিয়েছিলেন, তখন ছুরি নিয়ে তাঁদের পাল্টা হামলা চালান তালিব।
ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (ধর্ম, জাতি, জন্মস্থান, বসবাসের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিরোধে প্ররোচনা), ২৯৫-এ (ইচ্ছাকৃত কোনও শ্রেণির ধর্মীয় ভাবাবেগে আঘাত), ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় তালিবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনার তদন্ত চলছে।