Uttar Pradesh

পরীক্ষায় ভুল করার ‘অপরাধ’, ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে

গত ৭ সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রকে। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৭
Share:

কেন ভুল হয়েছে সেই প্রশ্ন তুলে শিক্ষক অশ্বিনী সিংহ নিখিলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। প্রতীকী ছবি।

পরীক্ষায় ভুল করার ‘অপরাধে’ দলিত ছাত্রকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। গত ৭ সেপ্টেম্বর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দশম শ্রেণির ওই ছাত্রকে। চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়।

Advertisement

ঘটনাটি উত্তরপ্রদেশের অওরাইয়ার। মৃত ছাত্রের নাম নিখিল দোহরে। পুলিশ সূত্রে খবর, গত ৭ সেপ্টেম্বর স্কুলে সমাজবিজ্ঞানের পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় কিছু ভুল করেছিল নিখিল। কেন ভুল হয়েছে সেই প্রশ্ন তুলে শিক্ষক অশ্বিনী সিংহ নিখিলকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।

সেই ঘটনার পর নিখিল অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। শিক্ষক নিজেও নিখিলের চিকিৎসার কিছু খরচ দেন। কিন্তু যত দিন গিয়েছে নিখিলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় নিখিলের।

Advertisement

এর পরই গত ২৪ সেপ্টেম্বর আচলদা থানায় শিক্ষক অশ্বিনীর বিরুদ্ধে চিকিৎসায় সহযোগিতা না করা, জাত তুলে গালিগালাজ করা, মারধর-সহ একাধিক অভিযোগে এফআইআর করেন নিখিলের বাবা রাজু দোহরে। শিক্ষককে গ্রেফতার করার জন্য পুলিশ একটি বিশেষ দল গঠন করেছে।

অওরাইয়ার পুলিশ সুপার চারু নিগম বলেন, “এটাওয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি ঠিক কী কারণে মৃত্যু হল কিশোরের।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement