Fire

তারাতলায় স্কুল বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক এবং সঙ্গী

বাসটি জোকা দিল্লি পাবলিক স্কুলের। মাঝেরহাট উড়ালপুল ধরে তারাতলার দিকে যাচ্ছিল। উড়ালপুলের উপরেই দাউদাউ করে আগুন ধরে যায় বাসটিতে। বেগতিক দেখে বাস দাঁড় করিয়ে দেন চালক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৬
Share:

তারাতলায় স্কুল বাসে আচমকা আগুন। নিজস্ব চিত্র।

তারাতলায় স্কুল বাসে আগুন। সোমবার দুপুর সওয়া ১টা নাগাদ মাঝেরহাট উড়ালপুলের উপর এই ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন চালক এবং তাঁর সঙ্গী। বাসে তখন কোনও স্কুলপড়ুয়া ছিল না। মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ওই আগুন।

Advertisement

বাসটি জোকা দিল্লি পাবলিক স্কুলের। মাঝেরহাট উড়ালপুল ধরে তারাতলার দিকে যাচ্ছিল। উড়ালপুলের উপরেই দাউদাউ করে আগুন ধরে যায় বাসটিতে। বেগতিক দেখে বাস দাঁড় করিয়ে দেন চালক। কোনও মতে তিনি এবং কন্ডাক্টর বাস থেকে নেমে পড়েন।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। সেই কারণে আগুন। চার দিক ধোঁয়ায় ঢেকে যায়। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement