Lakhimpur Kheri

Grave offence: গুরুতর হলেও আশিসের দেশ ছাড়ার সম্ভাবনা কম,  লখিমপুর-কাণ্ডে সওয়াল  উত্তরপ্রদেশ সরকারের

লখিমপুর খেরি হত্যা মামলায় অভিযুক্ত মন্ত্রীপুত্রের জামিন খারিজের বিষয়ে মন্তব্য  করলেন উত্তর প্রদেশ  রাজ্য সরকার প্রতিনিধি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২২ ১৮:৪০
Share:

লখিমপুর খেরি অঞ্চলের কৃষক এবং সকল নিহতদের পরিবার চাইছেন, অভিযুক্তের দ্রুত শাস্তি হোক। ফাইল চিত্র

লখিমপুর খেরি মামলায় অভিযুক্ত মন্ত্রীপুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে অভিযোগ গুরুতর হলেও তাঁর পালিয়ে যাওয়ার সম্ভাবনা কম। তা ছাড়া আশিসের বিরুদ্ধে এটাই প্রথম বড় অভিযোগ। অতএব তাঁকে জামিন দেওয়ার মধ্যে অন্যায় কিছু দেখছে না উত্তরপ্রদেশ সরকার।

Advertisement

Advertisement

সোমবার সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্তকারী দল আশিসের জামিন খারিজের যে আবেদন আদালতে করেছিল তার শুনানিতে উত্তরপ্রদেশ সরকারের প্রতিনিধি মহেশ জেঠমলানি বলেছেন, “গুরুতর হলেও এটি অভিযুক্তের প্রথম অপরাধ। তাই আশিসের এই অবস্থায় দেশ ছেড়ে পালানোর কোনও রকম ঝুঁকি নেই।”

ইলাহাবাদ হাই কোর্টের প্রতিনিধিরা জানতে পেরেছেন, ঘটনাস্থলে গুলি চালানো হয়েছিল। যদিও তদন্তে জানা গেছে, আহত বা নিহতদের শরীরে কোথাও গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

উত্তর প্রদেশে ভোটে জয়ের পর এই ঘটনার একজন সাক্ষীকে বিজেপি-র লোকজন হুমকি দিয়েছিল বলে অভিযোগ। লখিমপুর খেরি অঞ্চলের কৃষক এবং সকল নিহতদের পরিবার চাইছেন, অভিযুক্তের দ্রুত শাস্তি হোক। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি তাঁর পুত্র আশিসকে নিয়ে যথেষ্ট চিন্তিত।

৩ অক্টোবর কৃষি বিলের বিরুদ্ধে লখিমপুর খেরি অঞ্চলের কৃষকেরা প্রতিবাদ জানাচ্ছিল। সেই সময় জনতার ভিড়ের মধ্যে দিয়ে তীব্র গতিতে গাড়ি চালিয়ে আশিস বেরিয়ে যান বলে অভিযোগ। ওই ঘটনায় আটজন নিহত হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement