কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে জামিন খারিজ করার নির্দেশ উত্তর প্রদেশ সরকারকে প্রতীকী ছবি
লখিমপুর খেরি-কাণ্ডে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে সুপ্রিম কোর্ট। সেই দল রাজ্যকে দু’বার সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র অভিযুক্ত আশিস মিশ্রের জামিন খারিজ করতে। কিন্তু রাজ্য তা মানেনি। ফলে আশিস এখন জামিন পেয়ে বাইরে রয়েছেন। মন্ত্রী-পুত্রের জামিন নিয়ে সোমবার কৌশলে রাজ্যের ঘাড়েই দায় ঠেলল সুপ্রম কোর্ট নিয়োজিত বিশেষ তদন্তকারী দল।
তদন্তের রিপোর্ট অনুযায়ী, আশিস ৩ অক্টোবর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ওই দিন কৃষকেরা রাস্তায় দাঁড়িয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছিলেন। সেই মুহূর্তে আশিস জনতার ভিড়ের মধ্যে দিয়ে জোর গতিতে গাড়ি চালিয়ে বেরিয়ে যান বলে অভিযোগ। জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত আট জন নিহত হন। নিহতদের মধ্যে চার জন কৃষকও ছিলেন।
সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ প্রশাসনকে এর আগেও প্রধান অভিযুক্তের বিরুদ্ধে জামিন খারিজ করার নির্দেশ দিয়েছিল। ৩০ মার্চ বিশেষ তদন্তকারী দলের পরামর্শ অনুযায়ী সুপ্রিম কোর্ট পুনরায় আশিসের বিরুদ্ধে জামিন খারিজ করার নির্দেশ জারি করে।
২০২১-এর ৯ অক্টোবর অভিযুক্ত আশিসকে গ্রেফতার করা হয়। কিন্তু ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে জামিনের আর্জি জানান আশিসের আইনজীবী এবং জামিন মঞ্জুর হয়। ফলে অভিযুক্ত জেল থেকে ছাড়া পেয়ে যান।