প্রতীকী ছবি।
কোনও দেশেই আয়কর দেন না, এমন অনাবাসী ভারতীয়দের করের আওতায় আনার কথা ঘোষণা করল কেন্দ্র।
শনিবার রাজস্বসচিব অজয় ভূষণ পাণ্ডে জানান, অনেক অনাবাসী ভারতীয় কাজের কারণে সারা বিশ্বে ঘোরেন। কিন্তু কোথাও আয়কর দেন না। এঁদের এ বার আয়কর গুনতে হবে ভারতে। এ জন্য আয়কর আইনে বদল করতে গিয়ে অনাবাসী ভারতীয়ের সংজ্ঞা পাল্টানো হয়েছে।
এখন কোনও ভারতীয় নাগরিক বছরে ১৮২ দিন দেশের বাইরে থাকলে অনাবাসী হিসেবে গণ্য হন। নতুন নিয়মে অন্তত ২৪০ দিন দেশের বাইরে থাকতে হবে। একই সঙ্গে ভারত থেকে অন্য দেশে পাঠানো টাকার অঙ্ক ৭ লক্ষ ছাড়িয়ে গেলে উৎসে কর কাটা হবে।