—প্রতীকী ছবি।
এ দেশের যুবকরা কখনও রাশিয়ার সেনার সহায়ক হিসেবে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে গিয়ে কাজ করছেন। কখনও ইজ়রায়েল-প্যালেস্টাইন সংঘাতের মধ্যেই ইজ়রায়েলে শ্রমিক হিসেবে কাজ করতে চলে যাচ্ছেন। নরেন্দ্র মোদী জমানায় চরম বেকারত্বের কারণেই এ দেশের যুবকদের এমন কাজ বেছে নিতে হচ্ছে বলে আজ কংগ্রেস অভিযোগ তুলল।
গত সপ্তাহেই খবর মিলেছিল, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনার সহায়ক হিসেবে গত এক বছরে শ’খানের ভারতীয় কাজ করেছেন। গত কাল বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০ জন ভারতীয়, যাঁরা এখন রাশিয়ার সেনার সহায়ক হিসেবে কাজ করছেন, তাঁদের দেশে ফেরানোর চেষ্টা চলছে। আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য কানহাইয়া কুমার বলেন, ‘‘বেকারত্বের ফলে মরিয়া হয়েই দেশের তরুণরা রুটিরুজির জন্য যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছেন। প্রাণের ঝুঁকি নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছেন। গুজরাতের এক তরুণ এমন ভাবে কাজ করতে রাশিয়ায় চলে গিয়েছিলেন। ইউক্রেনের বোমায় তাঁর মৃত্যু হয়েছে।’’ এই স্পর্শকাতর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কানহাইয়া।
কংগ্রেসের অভিযোগ, দেশে কাজের সুযোগ না পেয়ে তরুণরা যুদ্ধক্ষেত্রে যেতে রাজি হচ্ছেন। এই সুযোগে কিছু মাফিয়া তরুণদের লোভ দেখিয়ে ইজ়রায়েলে কাজ করাচ্ছে। বেকারত্বের হার এখন গত ৪৫ বছরে সর্বোচ্চ। প্রতি ঘণ্টায় দেশে গড়ে ২ জন বেকার তরুণ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন বলে অভিযোগ কংগ্রেসের।