Udhayanidhi Stalin

পিতা করুণানিধির পথেই স্ট্যালিন! তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী পদে বসালেন পুত্র উদয়নিধিকে

তামিলনাড়ুতে ২০২১ সালের মে মাসে বিধানসভা ভোটে জিতে এক দশক পরে ক্ষমতা দখল করেছিল ডিএমকে। স্ট্যালিন এবং উদয়নিধি দু’জনেই জিতেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

দেড় দশক আগে তাঁর পিতা, প্রয়াত এমকে করুণানিধি ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে। পুত্র এমকে স্ট্যালিনকে নিজের রাজনৈতিক উত্তরাধিকারী চিহ্নিত করে উপমুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন তিনি। সেই পথে হেঁটেই এ বার পুত্র উদয়নিধিকে রাজ্যের উপমুখ্যমন্ত্রী করলেন স্ট্যালিন। উদয়নিধি ছাড়াও সেনথিল বালাজিকেও মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন তিনি। তবে তাঁকে কোন দফতর দেওয়া হবে তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

তামিলনাড়ুতে ২০২১ সালের মে মাসে বিধানসভা ভোটে জিতে এক দশক পরে ক্ষমতা দখল করেছিল ডিএমকে। স্ট্যালিন এবং উদয়নিধি দু’জনেই জিতেছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমে পুত্রকে মন্ত্রী করেননি তিনি। ২০২২-এর ডিসেম্বরে মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছিলেন উদয়নিধি। বর্তমানে রাজ্যের ক্রীড়া আর উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন তিনি।

অন্য দিকে, বালাজি সম্প্রতিই জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন। চাকরি কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল তাঁর। সেই অভিযোগে ইডির হাতে গ্রেফতার হন। ১৫ মাস জেলবন্দি থাকার পর দিন দুয়েক আগে ছাড়া পেয়েছেন বালাজি। তাঁকেও এ বার মন্ত্রিসভায় আনলেন স্ট্যালিন। উদয়নিধি এবং বালাজি ছাড়াও আরও তিন জন নতুন মুখ তামিলনাড়ুর মন্ত্রিসভায়। রবিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ রাজভবনে হবে নতুন মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement